যখনই কোন নতুন ঔষধ আপনার প্রেসক্রিপশনে আপনি লক্ষ্য করবেন তখনই মনের মতন কেমন যেন ঝড় বয়ে চলবে। এই ঝড় হচ্ছে দুশ্চিন্তার ঝড় তার কারণ হচ্ছে মানুষ সকলেই মরণশীল কিন্তু কেন জানি না যেটা নিশ্চিতভাবে আছে সেটার জন্যই মানুষ বেশি ভয় পায়। আমরা সকলেই ভয় পাই তার কারণ হলো এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না আর যখনই নতুন ঔষধ তার প্রেসক্রিপশনে দেখা যায় তখন সে নিজেকে আরো বেশি অসুস্থ মনে করে।
আরেকটি বিষয় এখানে না বললে না সেটা হচ্ছে সেই ওষুধ সম্পর্কে না জেনে বোকার মত নিজেকে অসুস্থ করে ফেলা এটা মোটেও ঠিক নয়। তাহলে জানুন আপনার প্রেসক্রিপশনে থাকা সেই ওষুধটি মূলত কি কাজে আসে এবং এই ওষুধটি খেলে আপনি কি উপকার পাবেন এবং ওষুধটি খেলে কোন পার্শপ্রতীকে আছে কিনা সেটা জানান। এ বিষয়ে জ্ঞান জানার প্রয়োজনীয়তা রয়েছে তার লক্ষ্য করে মূলত আমরা এই সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করেছি যাতে বাংলাদেশের মানুষের মাঝে চিকিৎসা সংক্রান্ত জ্ঞান একটু হল তৈরি হয়।
Xamic 500 মিলিগ্রাম ক্যাপসুল এর প্রয়োগ নির্দেশনা
প্রত্যেকটি ঔষধ আলাদা আলাদা ভাবে বিভিন্ন অসুখের বিরুদ্ধে কাজ করে। আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা কি কাজ করে সেটা আমি বলে শেষ করতে পারবো না। এই একটি ওষুধ প্রচুর প্রচুর রোগের বিরুদ্ধে লড়াই করে। তারপরেও আমাদের ছোট্ট গ্যানভাণ্ডার থেকে আপনাদের ছোট্ট করে কিছু জানাতে চাই যাতে আপনারা এখানে এসে মন খারাপ না করেন।
মূলত মেডিসিনের ক্ষেত্রে রক্তক্ষরণ,পরিপাক নালী সম্বন্ধ নিয়ে রক্তক্ষরণ, নিউমোনিয়াজনিত রক্তক্ষরণ, লিভার সিরোসিস ও হেমোফিলিয়া, এই ধরনের জটিল রোগের বিরুদ্ধে লড়াই করতে এই ওষুধটি অত্যন্ত পারদর্শী। এছাড়াও ইউরোলজিতে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে যেমন প্রোস্টেট গ্রন্থি, মূত্রথলি ও কিডনি অপারেশনের পূর্বে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় এই ওষুধটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। কান, নাক, গলা সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা যেমন টনসিল কেটে ফেলার ও ঐসব অংশের বিশেষ অপারেশনের আগে নিবারক হিসেবে এবং অপারেশনকালীন সময় ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসা হিসাবে এই ঔষধ ব্যবহার করা হয়।
এছাড়াও নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার চিকিৎসা হিসাবে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও মুখোপাধ্য সম্বন্ধীয় অর্থাৎ মুখোপাধ্যরে যদি কোন সমস্যা হয় বা অপারেশনের প্রয়োজন হয় সেখানে অপারেশনের পূর্বে এবং অপারেশনের পরে রক্তক্ষরণ রোধে এই ওষুধটি ব্যবহার করা হয়। আমি যদি এককথায় সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাই তাহলে আমাদের মানবদেহে যদি কোন ধরনের ইনফেকশন হয় এবং সেখানে ইনফেকশন সেরে ওঠা থেকে শুরু করে অপারেশন এবং অন্যান্য বড় বড় সমস্যা সমাধানে এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি আপনার শরীরে থাকা ক্যান্সার এর ভাইরাস জনিত টিউমার এর অপারেশনের ক্ষেত্রেও সব থেকে বেশি কার্যকরী ঔষধ রক্তক্ষরণ প্রতিরোধে।
Xamic 500 মিলিগ্রাম ক্যাপসুল প্রয়োগ বিধি
এখানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা হিসাবে আপনি 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম দৈনিক তিনবার ব্যবহার করতে পারেন। যদি লিবারক হিসেবে ব্যবহার করা হয় তাহলে মুখে দৈনিক সর্বনিম্ন ০.৫ থেকে ১ গ্রাম এবং নিরাপদে বা মাংসপেশিতে দৈনিক ৫০০ মিলিগ্রাম করে ব্যবহার করা যেতে পারে।
এর পাশাপাশি রক্তক্ষরণ জনিত চিকিৎসা হিসেবে যেটা এই ঔষধের প্রধান চিকিৎসা সেখানে মুখে এক থেকে তিন গ্রাম বিভক্ত মাত্রায় প্রয়োগ করতে হবে। যদি দেখা যাচ্ছে যে এর থেকে কাজ হচ্ছে না আরো জটিল অবস্থা বিরাজ করছে তখন এই ক্ষেত্রে ১ এম্পুল অর্থাৎ ৫০০ মিলিগ্রাম নিরাপদে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে ডক্টরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
শিশুদের ক্ষেত্রেও নিবারক হিসেবে এবং চিকিৎসা হিসাবে এই ওষুধটি ব্যবহার করা হয় তবে শিশুদের শরীর যেহেতু অত্যন্ত নাজুক তাই এখানে শিশুদের পর্যবেক্ষণ করে উপস্থিত ডাক্তারেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কতটুকু ঔষধ দিলে সে সুস্থ হতে পারবে।