এরিষ্টডার্ম ক্রিম এর কাজ কি Aristoderm cream

অনেকেই জানতে চাই বিভিন্ন ঔষধের কার্যকারিতা তবে এটা অনেকেই জানেনা কার্যকারিতা সম্পর্কে জানতে হলে এক কথায় উত্তর চলেনা। আমরা আপনাদের সহজ ভাষায় আজকের এরিষ্টডার্ম ক্রিম সম্পর্কে জানানোর চেষ্টা করব। মূলত তীব্র ও দীর্ঘস্থায়ী একজিমা যাদের রয়েছে তাদের কাছে অত্যন্ত পরিচিত এই এরিষ্টডার্ম ক্রিম। আমি মিথ্যে কোন কথা বলছি না সাধারণত এই ক্রিম তীব্র বিভিন্ন ধরনের একজিমা বা এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিভিন্ন ধরনের রোগের কথা উল্লেখ করা হয়েছে তবে আমরা অবশ্যই সহজ ভাষায় আপনাদের জানানোর চেষ্টা করব এই রোগগুলো সম্পর্কে।

এরিষ্টডার্ম ক্রিম কেন ব্যবহার করতে হয়

মূলত আমরা যতটুকু জানতে পেরেছি তীব্র দীর্ঘস্থায়ী একজিমায় এই ক্রিম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও যে সকল রোগীর শরীরে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, এটোপিক ডার্মাটাইটিস, ক্রনিক সিম্পল লাইকেন, প্যাপুলার আরটিকেরিয়া এই ধরনের রোগের উপসর্গ দেখা দেয় তাদের জন্য অবশ্যই ডাক্তারেরা বিভিন্ন চিকিৎসার পাশাপাশি এই এরিষ্টডার্ম ক্রিম ব্যবহার করার পরামর্শ দিবেন। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায় তার শরীরের অবস্থার ওপর নির্ভর করে রোগ নির্ণয় করা এতটা সহজ বিষয় নয় অবশ্যই ডাক্তারকে সময় দিতে হবে সঠিক রোগ নির্ণয় করার জন্য।

আর এই বিষয়গুলো এতটা সহজে যেতে চায়না অর্থাৎ দীর্ঘদিন চিকিৎসার পরে এই অসুখ গুলো সারতে চায় তাই এখানে ধৈর্য হারা হলে চলবে না। বিষয়টি এমন নয় আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে প্রেম লিখে দিল আপনি একটি ক্রিম ব্যবহার করলেন এবং সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন অবশ্যই আপনাকে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করতে হবে এই ধরনের সমস্যার জন্য।

এছাড়াও আরো কিছু গুরুতর রোগ আছে যেমন ত্বকের মাইটোসিস, টিনিনা ভার্সিকলার, পোকামাকড়ের কামড়, মাধ্যমিক ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারা চর্মরোগ। এ ধরনের সমস্যাগুলো অত্যন্ত সাংঘাতিক সমস্যা তাই যেকোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য একজন চিকিৎসকের কাছে যেতে হবে। আপনি খালি চোখে এই জিনিসগুলো দেখে বুঝতে পারবেন না আপনার কি সমস্যা হয়েছে তাই চিকিৎসকের চোখের মাধ্যমে দেখার সুযোগ করে দিন।

এরিষ্টডার্ম ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম

এই ক্রিম ব্যবহার করার বিভিন্ন নিয়ম রয়েছে তবে সাধারণ যে নিয়ম সেখানে হচ্ছে আক্রান্ত স্থানে দিনে অন্তত দুইবার পাতলা ভাবে এই ক্রিম লাগাতে হবে। প্রতি সপ্তাহে ৪৫ মিলিগ্রাম এর বেশি ব্যবহার করা যাবে না সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি চিকিৎসা করা মনে করেন তিন চার সপ্তাহের মধ্যে কিছু উন্নতি হয়েছে তাহলে সেটা পর্যালোচনা করতে পারেন এবং যদি উন্নতি না হয় তাহলে চিকিৎসা পরিবর্তন করতে পারেন।

এরিষ্টডার্ম ক্রিম দাম

আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে এরিস্টো ফার্মা লিমিটেডের এরিষ্টডার্ম ক্রিম আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিষ্টডার্ম ক্রিম সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এর মূল্য কত টাকা। আমরা সর্বশেষ আপডেট তথ্য সংগ্রহ করেছি এবং সেই তথ্য অনুযায়ী ১০ গ্রামের যে টিউব বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে তার মূল্য ৭৫ টাকা। এটা ছিল গায়ে লেখা মূল্য এখান থেকে আপনি চাইলে ১০ থেকে ১২ পার্সেন্ট ডিসকাউন্টে এই পণ্যটি ক্রয় করতে পারবেন।

এরিষ্টডার্ম ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সবার প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় না করে নিজে থেকে একটা ক্রিম ব্যবহার করি। এটা কখনোই ব্যবহার করা যাবে না। এরিষ্টডার্ম ক্রিম পার্শ্ব প্রতিকের মধ্যে বাধা ছাড়াই ক্রমাগত প্রয়োগের ফলে ত্বকের স্থানীয় অটোফি স্টাই এবং ভাসকুলার প্রসারণ হতে পারে। এছাড়াও রোগীর আক্রান্ত স্থানে হালকা জ্বালাপোড়া অনুভব হতে পারে। তাই যদি ভুল করে আপনি এই এরিষ্টডার্ম ক্রিম অতিরিক্ত ব্যবহার করেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হলে দেরি না করে ডাক্তারের কাছে চলে যান।