মোনাস ১০ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি ঔষধের নাম। এই ঔষধ কেন ব্যবহার করা হয় এবং এই ঔষধ কেন এতটা আমরা খাচ্ছি এই বিষয়ে আমরা অবগত আছি কি। একটু খুঁজে দেখলেই আমরা বুঝতে পারবো অধিকাংশ মানুষ জানে না এই ঔষধ একজন রোগীকে কেন দেওয়া হয়। সবথেকে মজার ব্যাপার হলো যাকে একজন ডাক্তার মোনাস ১০ ঔষধ খেতে বলেছে সেই রোগীও কষ্ট করে ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করতে পারে না কেন এই ঔষধ আপনি আমাকে দিচ্ছেন।
আবার উল্টো সে বাসায় আসার পর হঠাৎ চিন্তায় পড়ে যায় কেন এত ঔষধ ডাক্তার আমাকে দিল আমার কি বড় কোন রোগ হয়েছে। আসলে আমরা যখন ডাক্তারের সঙ্গে কথা বলে তখন এই বিষয়গুলো আমাদের পরিষ্কার করে নিয়ে আসা উচিত এতে করে মানসিক দিক দিয়ে আমরা অনেক সুস্থ থাকবে এবং মানুষের সুস্থ থাকলে আমাদের শরীর অসুস্থ থাকবে ওষুধও বেশি কার্যকরী হবে। বোনাস দশ ঔষধ এর সঠিক কার্যকারিতা কি? সেটা আমরা নিচে খুব পরিষ্কারভাবে আপনাদের জানাবো।
মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি
মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট একমি ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি পণ্য এবং এই একটি ফার্মাসিটিক্যালস লিমিটেড 10 মিলিগ্রাম উপাদান ব্যবহার করে একটি মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট তৈরি করে। পরিচিত এই ওষুধ এর রয়েছে বিভিন্ন রূপ এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্নভাবে কার্যকরী হয়ে ওঠে মোনাস ১০ ট্যাবলেট।
অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার করা হয় মোনাস ১০ ।যাদের পরিবারে একজন এজমা রোগী আছে তারা জানেন সেই অ্যাজমা রোগের কত কষ্ট। শীতের দিনে তো কষ্টের কথাই নেই শীতের দিন বাদেও যদি গরমের দিনে কোন ধরনের ঠান্ডা বাতাস লাগে অথবা কোন ধরনের ঠান্ডা হয় তাহলে সেই রোগী তো একেবারেই কষ্টে শেষ হয়ে যায়।
এছাড়াও ধুলাবালি বিভিন্ন ধরনের সমস্যার কারণে অ্যাজমা রোগীর অনেক বেশি কষ্ট হয় এবং শীতের দিনে শ্বাসকষ্টে সে মৃত্যু যন্ত্রণা পায়। অভিজ্ঞতা থেকে বলছি অ্যাজমার রোগীদের সবসময় সতর্ক থাকতে হয় এবং সে এজমা রোগীদের নিয়মিত চিকিৎসায় ব্যবহার করা হয় মোনাস ১০ ট্যাবলেট।
এছাড়াও ব্যায়াম জনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে ব্যবহার করা হয় মন আজ দশ। সাধারণত এই ধরনের সমস্যা যে রোগীর শরীরে দেখা দেয় অথবা যদি রোগী কোন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যায় তাহলে এই রোগের উপসর্গগুলো তার শরীরে দেখা দিলে অবশ্যই ডাক্তার থাকে মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট খেতে বলবেন। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ আপনি খেতে পারেন।
এলার্জিক রাইনাইটিস এর উপসর্গ অর্থাৎ মৌসুমী যে এলার্জিক সমস্যা গুলো আমাদের হয়ে থাকে তার মধ্যে হতে পারে হাসি এছাড়াও আরো রয়েছে চুলকানি অথবা গলা ব্যথা অথবা শ্বাসকষ্ট এই ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয় মন্টিলুকাস্ট ১০ মিলিগ্রাম। মোনাস ১০ মিলিগ্রাম ঔষধ ডাক্তার একজন রোগীকে দেবেন যদি উপরে উল্লেখিত উপসর্গ বলে তার শরীরে থাকে। সব মিলিয়ে এই ঔষধের অনেক কার্যকারিতা রয়েছে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এই ওষুধ খাবেন এবং পরিমিত ঔষধ খাবেন।
মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার সঠিক মাপ
এই ওষুধ খাওয়ার সঠিক মাপ বলতে গেলে সবার প্রথমে বলতে হয় ১৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার খাওয়া যাবে।তাই প্রতিদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি করে ট্যাবলেট খাবেন যেকোনো ধরনের সমস্যার জন্য।
আমি কি মনে করে এটা হচ্ছে শুধুমাত্র বড়দের ঔষধ ছোটদের কোন ঔষধ না তবে এটা ভুল ধারণা এখানে ছয় মাস থেকে শুরু করে ১৪ বছর পর্যন্ত সকল শিশুরা এই ঔষধ খেতে পারবে। ছয় থেকে ১৪ বছরের জন্য পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন এবং দুই থেকে চার বছর বয়সী শিশুদের জন্য ৪ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন। এছাড়াও ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৪মিলিগ্রাম সিরাপ খাওয়াতে হবে প্রতিদিন।