Motigut 10mg ট্যাবলেট তৈরি করা হয়েছে ডমপেরিডন মেলিয়েট উপাদান এর মাধ্যমে। এই উপাদানের মাধ্যমে ঔষধ তৈরি করার পরে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর নামকরণ করে Motigut 10mg। আজকে আমরা এই ঔষধ এর সঠিক কার্যকারিতা সম্পর্কে জানব যদিও আমাদের হালকা-পাতলা ধারণা আছে তারপরও আমরা জানার চেষ্টা করব এর সঠিক কাজ গুলো কি কি।
এটা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে তার কারণ হলো যখন আপনি নিজে অসুস্থ হবেন তখন এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি কনফিডেন্স যোগাবে। চলুন জানার চেষ্টা করি আজকের এই ট্যাবলেট সম্পর্কে এবং এই ট্যাবলেটের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটাও আমরা আজকে জানব।
Motigut 10mg ট্যাবলেট এর সঠিক কাজ কি
আমরা আপনাদের জটিল ভাবে বোঝাবো না আমরা আপনাদের সহজ ভাষায় বোঝাবো। সাধারণত আমরা যখন খাবার খাই খাবার খাওয়া থেকে শুরু করে হজম হওয়া পর্যন্ত এই সম্পূর্ণ পরিপাক প্রক্রিয়ায় যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে সেখানে Motigut 10mg ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। এখন কেউ যদি প্রশ্ন করে থাকে কি ধরনের সমস্যা হতে পারে? তাহলে আমি বলতে পারি পেটের উপরের দিকে ফাঁপা এবং পেট ফুলে বড় হয়ে যাওয়া থেকে শুরু করে বমি বমি ভাব অথবা ঢেকুরতলা এই ধরনের সমস্যা হতে পারে । অনেকের ক্ষেত্রে পেট ফুলে থাকার কারণে অল্প খাদ্যে পেট পুড়ে যাওয়া এবং পাকস্থলীর জ্বালাপোড়া সৃষ্টি হওয়া এই রোগগুলো হলেই কেবল Motigut 10mg খাওয়া যাবে।
অনেকের ক্ষেত্রে তীব্র বমি হবে এবং বমি হওয়ার ক্ষেত্রে এই ওষুধ অত্যন্ত কার্যকরী। কেন কার্যকরি সেটাও জানতে হবে তার কারণ হচ্ছে ফাংশনাল এবং জৈবিক ও সংক্রমণজনিত সমস্যার কারণে অত্যন্ত কার্যকরী হচ্ছে Motigut 10mg ট্যাবলেট। তাহলে স্বাভাবিকভাবে যাদের তীব্র বমি বমি ভাব এবং বমি হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে বলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেডিওথেরাপি বা ঔষধ সেবনে মাইগ্রেন হতে উদ্ভূত তীব্র বমি বমি ভাব আসতে পারে এবং এই বমির লক্ষণ থেকে শুরু করে বমি হওয়া পর্যন্ত Motigut 10mg ট্যাবলেট খাওয়া অত্যন্ত জরুরি।
অনেকের ক্ষেত্রে রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। এ জটিল কথাটিকে আরও সহজ করে দিচ্ছি রেডিওলজিক্যাল পরীক্ষা বলতে সাধারণত এমন কিছু পরীক্ষা বোঝায় যে পরীক্ষা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনে এবং যে পরীক্ষার জন্য আপনাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমন মনে করুন আপনার লিভারে কোন সমস্যা হয়েছে এখন আপনাকে এন্ডোস্কোপি করতে হবে। এই এন্ডস্কোপি কে বলা হচ্ছে রেডিওলজিক্যাল পরীক্ষা। এই পরীক্ষা করার জন্য অবশ্য আপনার পাকস্থলীকে সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে তার জন্য অন্যান্য ঔষধের সঙ্গেও Motigut 10mg ট্যাবলেট আপনাকে খেতে হবে।।
Motigut 10mg ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম
সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ মিলিগ্রাম থেকে ২০মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার নিয়ম আছে প্রতি ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর পর। তোদের খুব বেশি সমস্যা নেই তারা ১০ মিলিগ্রাম করে ৩ বেলা খেতে পারেন কিন্তু যাদের বেশি সমস্যা তারা ২০ মিলিগ্রাম করে ৬ ঘন্টা পর পর খাবেন।
অনেক সময় শিশুদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যেতে পারে এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই শিশুদের ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ওজনের উপর নির্ভর করেই মূলত এই ঔষধ শিশুকে দিতে হবে সেখানে ০.২ মিলিগ্রাম থেকে ০.৪ মিলিগ্রাম পর্যন্ত ডমপেরিডন মেলিয়েট একজন শিশুকে দেওয়া যায়। এছাড়াও যাদের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে ৩০ মিলিগ্রাম থেকে ৬০ মিলিগ্রাম পর্যন্ত ওষুধ খাওয়ার নিয়ম রয়েছে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ আপনি খেতে পারবেন। তবে যেটাই করুন না কেন এই ক্ষেত্রে চিকিৎসার সময়কাল সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত।