ডাক্তারেরা আমাদের সুস্থ থাকতে সবথেকে বেশি এবং সবথেকে বড় অবদান রাখে। তবে এই ডাক্তারের মধ্যে রয়েছে ব্যাপক ভাগাভাগি এবং বিভিন্ন বিভাগের ডাক্তারদের বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত ইউরোলজি বিভাগ বলতে বলা হয় কিডনির পর থেকে মূত্রথলির শেষ ভাগ পর্যন্ত যে অঙ্গ গুলো আমাদের শরীরে আছে প্রত্যেকটি অঙ্গের বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পর্কিত বিভাগ। এই বিভাগে যারা কর্মরত আছেন তাদেরকেই মূলত ইউরোলজিস্ট বলা হয়ে থাকে।
রোগীদের সুস্থ রাখার জন্য যে গুরুদায়িত্ব একজন ডাক্তার পালন করেন সেটা যদি সত্যি সঠিক হয় তাহলে তার বিনিময়ে তাকে অনেক বড় কিছু প্রতিদান দেওয়ার কথা রয়েছে পরকালে। কিন্তু সেই ডাক্তারই যদি রোগীদের সঙ্গে প্রতারণার জাল পাতে তাহলে তার থেকে খারাপ মানুষ হয়তো দুনিয়াতে আর নেই। তবে আমাদের উচিত প্রত্যেকটি ডাক্তারের প্রতি যথেষ্ট সম্মান দেওয়া এবং ডাক্তার যেই কথাগুলো আমাদের বলে থাকে সেই কথাগুলো ঠিকঠাক মেনে চলা।
একজন ইউরোলজিস্ট ডাক্তার এর কি কাজ রয়েছে বা একজন ইউরোলজিস্ট ডাক্তার মূলত কি গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। এছাড়াও একজন ইউরোলজিস্ট বলতে কাকে বোঝায় অথবা একজন ইউরোলজিস্ট হতে হলে একজন ডাক্তারকে কি পরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব।
ইউরোলজিস্ট ডাক্তার কাকে বলে
যেসকল ডাক্তারেরা এমবিবিএস পাশ করার পরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোন সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় থাকেন এবং ইউরোলজি বিভাগের ওপর এফসিপিএস পড়াশোনা কমপ্লিট করেন তাদেরকে সাধারণত ইউরোলজিস্ট বলা হয়। তবে এখানে অবশ্যই এফসিপিএস করার সময় দুইটি ভাবে বিভক্ত হয় সকল ইউরোলজিস্ট ডাক্তার তাদের মধ্যে একজন হচ্ছে মেডিসিনাল এবং আরেকজন হচ্ছে সার্জারি। সার্জারির সংখ্যায় বেশি থাকে কারণ হচ্ছে ইউরোলজি বিভাগের যে সমস্যাগুলো থাকে সেগুলো মেডিসিন বিভাগের ডাক্তার গুলো খুব সহজে সমাধান করতে পারে যদি সার্জারি প্রয়োজন না হয়।
আর যদি সার্জারির প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্ট এর প্রয়োজন আছে। তাহলে যারা ইলোরলজি বিভাগের ডাক্তার অর্থাৎ কিডনির পরবর্তী অঙ্গগুলো যেমন মূত্রথলি থেকে শুরু করে প্রণালী এই ধরনের অঙ্গ গুলোর চিকিৎসা করেন তাদেরকে মূলত ইউরোলজিস্ট বলা হয়।
একজন ইউরোলজিস্ট এর কাজ কি
একজন ইউরোলজিস্ট এর প্রধান কাজ হচ্ছে রোগীদের যদি ইউরোলজি বিভাগের কোন অঙ্গের অপারেশনের প্রয়োজন হয় তাহলে খুব সূক্ষ্ম হাতে তার অপারেশন প্রদান করা। তবে তার আগে সবার প্রথমে যে কাজটি একজন ইউরোলজিস্ট কে করতে হবে সেটা হচ্ছে তার সঠিক রোগ নির্ণয় করতে হবে এবং তার অপারেশনের প্রয়োজন আছে কিনা সেটা চেক করে নিতে হবে।
যদি অপারেশন ছাড়া কোন ভাবে রোগীকে সুস্থ না করা যায় তাহলেই কেবলমাত্র অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখানে অপারেশন বিভিন্ন পর্যায়ে আছে রোগীর শরীরের অবস্থা নির্ধারণ করে রোগীকে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি গ্রহণের সময় দিয়ে অপারেশন করা উচিত। একজন ইউরোলজিস্ট ডাক্তার প্রোস্টেট অপারেশন করে থাকে একজন ইউরোলজিস্ট ডাক্তার মূত্রথলির পাথর অপসারণ এর অপারেশন করে থাকে।
যদিও বর্তমানে নেফ্রলজি বিভাগ বাংলাদেশে অতটা প্রসিদ্ধ না তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ইউরোলজিস্ট অনেক সময় কিডনির বিভিন্ন অপারেশনও করে থাকে। তবে আস্তে আস্তে নেফ্রলজি বিভাগ আরো বড় হচ্ছে এবং নেফ্রলজিস্ট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই পরবর্তীতে হয়তো শুধুমাত্র ইউরোলজি বিভাগের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন ইউরোলজিস্ট ডাক্তারেরা।
এই বিভাগে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত জটিল সমস্যা এবং এই সমস্যা নির্ণয়ের জন্য প্রয়োজন অনেক বড় বড় টেস্ট এর। ইউরোলজিস্ট ডাক্তারের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে সবার প্রথমে রোগীর সঠিক সমস্যা খুঁজে বের করা তারপরে যেটা করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। আশা করছি একজন ইউরোলজিস্টের ডাক্তার এর কার্যকারিতা সম্পর্কে আপনারা ভালো ধারণা পেলেন।