সাধারণত আমরা যখন অসুস্থ হই তখন দেখা যায় যে আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। যারা সচেতন নাগরিক আছেন তারা দেরি না করে ঝটপট একজন ভালো ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে পরামর্শ করার পরে ডাক্তার সাহেব অবশ্যই তাকে কিছু ঔষধ খেতে বলবে এবং অবশ্যই তাকে কিছু নিয়ম মেনে চলতে বলবে।
বাড়িতে আসার পরে আপনি দেখছেন যে আপনার প্রেসক্রিপশনে ই ক্যাপ নামক ঔষধ লেখা আছে এবং তখনই আপনার মনে এই প্রশ্নটি জাগে ডাক্তার কেন আপনাকে এই ওষুধটি খেতে বলল। আপনার এই প্রশ্নের উত্তরে এবং এই ই ক্যাপ ঔষধের আরও অন্যান্য খুঁটিনাটি জানতে আপনারা আমাদের এই সম্পূর্ণ আর্টিকেল পড়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমত সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে।
ই ক্যাপ ঔষধ খাওয়ার নিয়ম
মূলত কোনো ঔষধ খেতে হলে অবশ্যই আপনাকে সবার প্রথমে জানতে হবে সেই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম। যদিও আপনার পরিস্থিতির উপর নির্ভর করে সব থেকে ভালো বলতে পারবে আপনার ডাক্তার তাই আপনি কোনভাবেই ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না। তবে এই ওষুধ যারা প্রস্তুত করে তারা অবশ্যই সেই ঔষুধের গায়ে ওষুধ খাওয়ার নিয়মাবলী লিখে দিয়েছে সেই আলোকে আমরা আপনাদের সঠিক তথ্য দেব।
যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য ই ক্যাপ ৪০০ মিলিগ্রাম থেকে ৮০০ মিলিগ্রাম ওষুধ সেবন করার নিয়ম রয়েছে প্রতিদিন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ই এর অভাব পূরণে ২০০ মিলিগ্রাম থেকে ৪০০ মিলিগ্রাম ওষুধ প্রতিদিন সেবন করার কথা রয়েছে। শিশুদের ক্ষেত্রে ভিটামিন ই এর অভাব পড়নের ক্ষেত্রে ২০০ আইইউ প্রতিদিন খাওয়া যাবে। এর পাশাপাশি যাদের থ্যালাসেমিয়া আছে তাদের জন্য ৮০০ আইইউ প্রতিদিন ই ক্যাপ খেতে বলা হয়। যাদের মাথার চুল ও ত্বকের বিভিন্ন সমস্যা আছে তাদের জন্য ২০০ মিলিগ্রাম থেকে ৪০০ মিলিগ্রাম প্রতিদিন খাবার রয়েছে।
ই ক্যাপ ঔষধ কেন খাব
আমরা এখানে বেশ কয়েকটি সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি সে সমস্যাগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি বেঁচে গেলেন।আর যদি সেই সমস্যাগুলো আপনার থেকেই থাকে তাহলে আপনাকে অবশ্যই ইক্যাপ ঔষুধ খেতে হবে এবং সেটার জন্য একজন ডাক্তারের পরামর্শে অবশ্যই আপনাকে নিতে হবে। প্রথমত এন্টিঅক্সিডেন্ট হিসাবে ই ক্যাপ আমাদের শরীরে কাজ করে এবং ভিটামিন ই এর অভাব পূরণে ই ক্যাপ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়াও যাদের চুলের সমস্যা রয়েছে তাদের চুল পড়া রোধ করতে এবং মাথার তালুতে রক্ত সরবরাহ বাড়াতে ই ক্যাপ ঔষধ অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি হিমোলাইটিক অ্যানিমিয়া যাতে অসুখ যাদের আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাথার চুল পড়া কমাতে কি করব
মাথার চুল পড়া আমাদের বাংলাদেশে কমন একটি সমস্যা এবং শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বে কমন একটি সমস্যা। মানুষ এতটাই পাগল হয়ে গেছে যে এই মাথার চুল পড়া কমানোর জন্য তারা নিজের সর্বস্ব বিক্রি করেও খরচ করতে রাজি। তবে আপনারা কাছে সঠিক একটি সমাধান হচ্ছে আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন তখন প্রতিদিন অন্তত একটা করে ই ক্যাপ 200 ক্যাপসুল নিয়মিত খাবেন। এতে করে নিয়মিত খেলে আপনার শরীরে কোনোভাবে ভিটামিন ই এর ঘাটতি থাকবে না এবং এর জন্য আপনার শরীর সতেজ থাকবে এবং আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে।
ই ক্যাপ ঔষধ এর দাম
ওষুধ কিনতে গেলে সবার মনে দুশ্চিন্তা থাকে কত টাকায় না জানে খরচ হবে। তবে আজকের এই ভিটামিন ই ক্যাপসুল এর বর্তমান বাজার মূল্য অর্থাৎ আপনি যদি 400 মিলিগ্রামের ক্যাপসুল কিনেন তাহলে ৬.৫০ টাকা দিয়ে কিনতে পারবেন। ২০০ মিলিগ্রামের একটি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য ৪ টাকা।