প্রত্যেকটি ওষুধ খাবার রয়েছে আলাদা আলাদা নিয়ম। তবে এই নিয়মটি সঠিকভাবে ঠিক করে দিতে পারবে একজন বিশেষজ্ঞ ডাক্তার। মেট্রোনিডাজল গ্রুপের FILMET 400 কেন একজন মানুষ খাবে এবং এই ওষুধটি খাবার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। সাধারণত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস এই ওষুধটি বর্তমানে বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করছে।
শুধুমাত্র যে 400 মিলিগ্রামের ট্যাবলেট বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে এমন নয় এর পাশাপাশি আপনি ২০০ মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম ও ৮০০ মিলিগ্রামের ট্যাবলেট ও পেয়ে যাবেন। আজকে আমরা এই ওষুধটির সেবন বিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া ও বর্তমান বাজারে এর মূল্য কত সে সম্পর্কে জানার চেষ্টা করব।
Filmet 400 মাত্রা ও সেবন বিধি
এই ওষুধটি মূলত ট্রাইকোমোনিয়াসিস অসুখের বিপক্ষে লড়াইয়ের জন্য দেওয়া হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ ১০ বছরের ঊর্ধ্বে যদি হয় থাকে তাহলে ২০০ মিলিগ্রাম করে দিনে ৩বার অথবা ৪০০ মিলিগ্রাম করে দিনে ২বার দেওয়া হয়ে থাকে। অবশ্যই এটা ৭ দিনের বেশি নয়। এছাড়াও ৮০০ মিলিগ্রাম করে প্রতিদিন সকালে ও রাতে দেওয়া যাবে তবে এটা ২ দিনের বেশি নয়।
বাচ্চাদের ক্ষেত্রে ১ থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 50 মিলিগ্রাম করে ৩বার দেওয়া যেতে পারে। যাদের বয়স ৩ থেকে ৭ বছরের নিচে তাদের ১০০ মিলিগ্রাম করে ২বার দেওয়া যেতে পারে। যাদের বয়স ৭ বছর থেকে ১০ বছরের নিচে তাদের জন্য ১০০ মিলিগ্রাম করে ৩বার এই ওষুধ দেওয়া যেতে পারে। আশা করছি আপনারা এই ওষুধের সেবন বিধি সম্পর্কে ধারণা পেলেন তবে এরপরে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই ডাক্তার আপনাকে সাহায্য করবে এবং ডাক্তার ছাড়া আপনি কোনভাবেই কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।
Filmet ৪০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণত এই ঔষধ অতিরিক্ত সেবনের মাধ্যমে আপনার বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই সময়ের অধিক সময় ধরে এই ওষুধ খাওয়া যাবেনা। অনেক সময় রোগীদের বিভিন্ন ধরনের খিচুনি হতে পারে এবং ঝিমঝিম লাগা ভাব হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের স্নায়ু রোগ অথবা বিশেষ করে রক্ত কণিকার সংখ্যা নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে তার কারণ হলো এটার ফলে এই জিনিসটা কমে যাওয়া সম্ভবনা আছে।
Filmet ৪০০ কেন খায়
যকৃতের বিভিন্ন ধরনের সমস্যার জন্য মেট্রোনিডাজল গ্রুপের এই ঔষধ খাওয়া হয়ে থাকে। মূলত এই ঔষধের ফলে প্রধানত যকৃতে জারণ দ্বারা হয়ে থাকে এবং যকৃতের গুরুতর সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। তাই বিভিন্ন ধরনের ডায়রিয়া ডিসেন্ট্রি এবং বিভিন্ন ধরনের পেটের সমস্যার জন্য এই ওষুধ আপনাকে সাহায্য করবে।
FILMET ৪০০ এর বর্তমান মূল্য
আমরা আগেই বলেছি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি এই পণ্যটি বাংলাদেশে বাজারজাতকরণ করছে। মেট্রোনিডাজল গ্রুপের এই ওষুধটি আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই এর মূল্য আপনাকে জানতে হবে। ফিল্মের ৪০০ ট্যাবলেট এর বর্তমান প্যাক এর মূল্য ৪২৫ টাকা যেখানে ২৫০ টি ওষুধ থাকে। আমরা যদি সেই হিসাব করি তাহলে এই ঔষধ এর প্রত্যেক পিস এর দাম পড়ছে ১.৭০ টাকা।
এর পাশাপাশি আপনি যদি ২০০ মিলিগ্রামের ওষুধটি কিনতে চান তাহলে এই ২০০ মিলিগ্রামের ঔষধ এর বক্সের দাম পড়বে ২০০ টাকা যেখানে ২০০ পিস ঔষধ থাকবে অর্থাৎ প্রতি একটি মূল্য হবে ১ টাকা। Filmet ds ট্যাবলেট অর্থাৎ ৮০০ মিলিগ্রামের ট্যাবলেট ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে ২০১. ৪৩ টাকা যেখানে ১০০ ট্যাবলেট থাকে। মূলত এই হিসেব করে প্রত্যেক ট্যাবলেট এর দাম আসছে ২.০১ টাকা। এছাড়াও শুধুমাত্র ট্যাবলেট ভেরিয়েন্ট এই ঔষধ পাওয়া যায় এমন নয় এর সঙ্গে আপনি সাস্পেনশন অথবা আইভী ভেরিয়ান্টেও এই ওষুধগুলো পাবেন।