মূলত ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব যখন আপনাকে প্রেসক্রাইব করবেন তখন অবশ্যই সেখানে একের অধিক ঔষধ থাকতে পারে। এখন বিষয় হচ্ছে সেখানে যদি একের অধিক ঔষধ থাকে তাহলে অনেকের মনে অনেক ধরনের চিন্তা চেতনা জাগতে পারে যে এই ঔষধ ডাক্তার সাহেব কেন আমাকে খেতে বললেন। আজকে তেমনি একটি ঔষধের কথা আলোচনা করব। DOXICAP ক্যাপসুল রেনেটা লিমিটেড এর একটি ঔষধ। যেখানে তারা ব্যবহার করেছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড।
এই ক্যাপসুলটি বর্তমান বাজারে ৫০ মিলিগ্রাম এবং ১০০ মিলিগ্রাম এই দুইটি ধরনের পাওয়া যায়। তবে এখানে অবশ্যই মূল ওষুধটির ব্যবহার এবং ঔষধ এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল বিশেষ হতে চলেছে। চলুন জানার চেষ্টা করি এই ওষুধের বিস্তারিত তথ্য এবং এই ওষুধের বর্তমান বাজার মূল্য।
DOXICAP ক্যাপসুল কেন খাওয়া হয়
সাধারণত যাদের ডক্সকেপ ওষুধ খেতে বলা হয় তাদের কি কি সমস্যা থাকতে পারে এই প্রশ্ন অনেকেই করে থাকেন। সে প্রশ্নের উত্তরে কিছু পরিচিত রোগ যেমন নিউমোনিয়া থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জার , সাইনোসাইটিস , ব্রক্ষাইটিস, টনসিলাইটিস, ট্রকয়াইটিস এই ধরনের রোগ গুলোকে আমরা চিহ্নিত করতে পারি। সাধারণত এই ধরনের রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের জন্য এই ঔষধ ব্যবহার করা হয় তাই নিঃসন্দেহে একজন ডাক্তার যদি আপনাকে এই ওষুধ দিতে বলে তাহলে ধারণা করা যেতে পারে এই ধরনের রোগ আপনার হয়েছে।
অনেকের ক্ষেত্রে আরো জটিল কিছু রোগ রয়েছে যেগুলোর কারণে এই ওষুধ ব্যবহার করা হয়েছে। তবে আমাদের কাছে সবথেকে কমন অসুখগুলো এ ধরনের রোগে হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে কলেরা হলেও রোগীদের DOXICAP ওষুধ খেতে বলা হয়। যাদের ট্রাভেলার্স ডায়রিয়া রয়েছে অথবা সিজেলা ডিসেন্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রেও এই DOXICAP। ঔষধ খেতে বলা হয়। আশা করছি এই ওষুধ কেন খায় সে প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পেয়েছেন।
DOXICAP ট্যাবলেট খাওয়ার মাত্রা
মূলত সাধারণ দোষের কথা যদি আমরা বলি তাহলে প্রথম দিনে ২০০ মিলিগ্রাম তারপরে সাত থেকে ১০ দিনের জন্য প্রতিদিন ১০০ মিলিগ্রাম করে এই ওষুধ খেতে বলতে পারে একজন ডাক্তার। তবে এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার শরীরের পরিস্থিতির ওপর তাই আপনি যদি রোগী হয়ে থাকেন এবং ডাক্তারের পরামর্শ নেন তাহলে সে ডাক্তারি সঠিকভাবে আপনার ঔষধ খাওয়ার মাত্রা নির্ধারণ করে দেবে।
যারা গুরুতর সংক্রমনের রোগী আছে তাদের ক্ষেত্রে ১০ দিনের জন্য প্রতিদিন ২০০ মিলিগ্রাম করে এই ঔষধ খেতে বলতে পারে একজন ডাক্তার। আশা করছি আপনারা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ওষুধটি কতটুকু খেতে হবে তবে অবশ্যই কোন ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ খাওয়া উচিত নয়।
DOXICAP ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া
আজকে আমরা DOXICAP ঔষুধের ভালো দিকগুলো জানলাম এখন জানবো এই ঔষধের খারাপ দিক অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রি। শুধুমাত্র যে অতিরিক্ত খেলে সেই শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এমন নয় এমন অনেক রোগী রয়েছে যাদের প্রথম থেকে এই ওষুধগুলো সেবন করার সঙ্গে সঙ্গে হালকা হালকা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিলে তারা ডোজ কমবেশি করে এই ওষুধটি তার শরীরে ব্যালেন্স করে দেবে।
পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে বমিও হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া কমন একটি বিষয় তাই এখানে ডায়রিয়াও হতে পারে এর পাশাপাশি ত্বকে ফুসকুড়িও বের হতে পারে। এর পাশাপাশি অ্যানিমিয়া নামক পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখতে পারেন।
সবসময় আমাদের উচিত ওষুধ সেবনের পূর্বে সে ওষুধ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা এবং ওষুধ খাওয়ার পরে যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া জন্ম হয় তাহলে অবশ্যই সেটা সতর্কতার সঙ্গে লক্ষ্য করা। যদি ডাক্তার কোনোভাবেই আপনাকে এই ওষুধ খেতে মানা করে তাহলে আপনি এই ওষুধ সঙ্গে সঙ্গে বর্জন করবেন।