Dermomix cream এর কাজ কি ডার্মোমিক্স ক্রিম

সাধারণত একটি ক্রিম আমাদের শরীরে উপরিভাগে ব্যবহার করা হয়। আমাদের চামড়াতে যদি কোন ধরনের সমস্যা হয় তে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ডাক্তারেরা নির্দেশ করে থাকেন। আজকে আমরা ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের Dermomix cream ক্রিম নিয়ে কথা বলব। এই ক্রিম তৈরির উপাদান সর্বমোট চারটি এবং চারটি উপাদানে আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী কিছু উপাদান। যথাক্রমে ক্লোরোবেটাসল প্রোপিউনেট একটি উপাদান এর পাশাপাশি ওফ্লোক্সাসিন আর একটি উপাদান।

তৃতীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ওরনাডিজল। সর্বশেষ যে উপাদান ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে টারবিনাফিন। এত কিছুর সমন্বয়ে যখন একটি ক্রিম তৈরি করা হয়েছে তখন অবশ্যই সেই ক্রিমের বিশেষ কিছু গুনাগুন আছে। আজকে আমরা সেগুলোই জানার চেষ্টা করব চলুন তাহলে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই তথ্যগুলো সঠিকভাবে জানার চেষ্টা করুন। অবশ্যই সঠিক তথ্য জানতে পারলে সেটা আপনার জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস হবে।

Dermomix cream কি কাজ করে

সাধারণত যাদের শরীরের ত্বকের ওপরে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদের উচিত ডাক্তারের কাছে যাওয়া এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি কিছু উপসর্গ ধরা পড়ে তাহলে অবশ্যই ডাক্তারেরা তাকে Dermomix cream ব্যবহার করতে বলবে। সাধারণত মিশ্র ও জটিল ফাংগাল এর আক্রমণ এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন এই ধরনের উপসর্গ যদি ডাক্তার কোন রোগের শরীরে পেয়ে থাকে তাহলে দেরি না করে ঝটপট তাকে এই Dermomix cream ব্যবহার করার পরামর্শ দেবেন। অনেকের ক্ষেত্রে মৃদু থেকে মাধ্যম ভেজিনাটিএস সমস্যা থাকলে এই Dermomix cream ব্যবহার করা হয়।

এখানেই শেষ নয় আরো কিছু জটিল সমস্যা আছে যেমন প্রুরাইটিস ভালভা। ডার্মাটাইটিস, একজিমা, জেনিতো ইউরেনারি ইনফেকশন। উপরের উল্লেখিত এই সকল গুরুত্বপূর্ণ উপসর্গ যদি একজন রোগের শরীরে থাকে তাহলে ডাক্তারেরা অবশ্যই তাকে Dermomix cream এর পরামর্শ দেবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যায় না যার কারণে রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায় এবং সেই সময় রোগীর রোগের পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পায়। তখন সেই পরিস্থিতি থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই আমাদের সবসময় সঠিক সময়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং উচিত চিকিৎসা নিতে হবে। এতে করে সুস্থ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে।

Dermomix cream এর ব্যবহার ও মাত্রা

ক্রিম এর ব্যবহার নিয়ে বেশি কিছু বলার নেই তবে একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে আপনি নিজে থেকে কখনো এই ক্রিম ব্যবহার করবেন না যে কোন ধরনের সমস্যার জন্য। আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না তার জন্য আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে। সে যদি আপনাকে বলে এই ক্রিম ব্যবহার করতে তাহলেই আপনি এই ক্রিম ব্যবহার করতে পারবেন এবং এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানে সকাল এবং সন্ধ্যাতে ব্যবহার করবেন।

অবশ্যই বেশি ঘষাঘষি করবেন না আক্রান্ত স্থান মৃদুভাবে ঘষাঘষি করে অল্প পরিমাণে দিনে দুইবার লাগিয়ে রাখবেন। তা কখন পরিবর্তন করতে হবে বা কখন বন্ধ করে দিতে হবে সেই বিষয়ে ডাক্তার অবশ্যই আপনাকে পরামর্শ দেবে তাই আশা করছি যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহনের জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন।

Dermomix cream দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

যেহেতু এটা একটি ক্রিম তাই অভ্যন্তরীণ কোন সমস্যা দেখা না দিলেও আপনি যে স্থানে এই ক্রিম ব্যবহার করছেন সেই স্থানে বিভিন্ন ধরনের জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে বা বিভিন্ন ধরনের চুলকানি সৃষ্টি হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের অস্বস্তি বা চামড়ার শুষ্কতা দেখা দিতে পারে এই ক্রিমের অতিরিক্ত ব্যবহারের কারণে। দামের প্রসঙ্গে আসলে এই ১৫ গ্রাম Dermomix cream এর বর্তমান মূল্য ১৫০ টাকা।