Emistat 8mg এর কাজ কি

আপনি ডাক্তারের কাছে গেছেন কোন একটি সমস্যা নিয়ে এবং ডাক্তার সাহেব আপনাকে সেই সমস্যার জন্য কিছু ঔষধ খেতে বলল। আপনি যখন ফিরে আসলেন এবং ওষুধগুলো ক্রয় করার পরে খেতে গেলেন তখন আপনার মনে চিন্তা হলো ডাক্তার সাহেব সঠিক ঔষধ দিল কি। সেটা যাচাই-বাছার সুযোগ অবশ্যই আপনার কাছে আছে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা একটি ওষুধ সম্পর্কে যাচাই-বাছাই করতে পারবেন এবং সেই ওষুধটি হচ্ছে Emistat 8mg ট্যাবলেট।

এটা হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ট্যাবলেট আমরা জানার চেষ্টা করব এই ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা। এখানে ৮ মিলিগ্রাম বাদেও আপনি পাবেন চার মিলিগ্রামের ট্যাবলেট এবং আট ও ৪ মিলিগ্রাম এর ইঞ্জেকশন। এছাড়াও চার মিলিগ্রাম এর একটি সিরাপ পাওয়া যাবে। কোন রোগের ক্ষেত্রে কোন ঔষধ ব্যবহার করতে হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব ডাক্তারের তবে অবশ্যই আপনাকে সেই সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং জানতে হবে।

Emistat 8mg কি কাজ করে

 

সাধারণত এটা এমন একটি ঔষধ যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যামিটা জেনিক ক্যান্সার কেমোথেরাপ এর ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে ব্যবহার করা হয়। সাধারণত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসায় সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। যাদের ক্যান্সার হয়েছে তাদের জন্য জীবনে অনেক বড় একটি অধ্যায় দেখা হয়ে গেছে তারপরেও সে সময় যদি সুস্থ হওয়ার ক্ষেত্রে তাকে কেউ থেরাপি দেওয়া হয় তাহলে সেখানে যদি বমির প্রবণতা আসে তাহলে অবশ্যই Emistat 8mg ট্যাবলেট ব্যবহার করতে হবে।

এছাড়াও অস্ত্র পাচার পরবর্তী বমি বমি ভাব বা বমি প্রতিরোধে এই ট্যাবলেট বহুভাবেই ব্যবহার করা যায়। সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখনকার যুগে গর্ভবতী মায়েদের নরমালে ডেলিভারি হওয়ার প্রবণতা কমে গেছে এবং তাদের সাধারণত সিজারিয়ান ডেলিভারি বেশি করা হয়। এরকম ধরনের অপারেশনের পরবর্তী সময়ে বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার এবং সেই সময়ে সাধারণত Emistat 8mg ঔষধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে সকল রোগীর জন্য। শুধুমাত্র এই ধরনের অস্ত্র পাচার নয় যেকোনো ধরনের অষ্টপাচারের পরে পাকস্থলী যখন খালি অবস্থায় থাকে তখন সাধারণত বমি ভাবের প্রবণতা সকলের আসে সবার ক্ষেত্রে একে ঔষধ ব্যবহার করা যাবে।

অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেডিও থেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে এটা ব্যবহার করা হয়। সাধারণত যাদের রেডিও থেরাপি দেওয়া হয় তাদের অনেক ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণে বমি বমি ভাব হতে পারে এবং সেই বমি ভাব থেকে তাকে সুস্থ রাখার জন্য মূলত Emistat 8mg ঔষধের সঠিক ব্যবহার করা হয়।

Emistat 8mg খাওয়ার সঠিক পরিমাপ

সাধারণত কেমোথেরাপে জনিত বমি বমি ভাব যদি থেকে থাকে তাহলে সেই রোগীদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা হয় ৮ মিলিগ্রাম ট্যাবলেট বিভিন্ন মাত্রায় সর্বোচ্চ ১৬ মিলিগ্রাম পর্যন্ত। এখানে ইঞ্জেকশন এর ব্যবহার করা হয় তবে অবশ্যই এই বিষয়গুলোতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তা তার কারণ হচ্ছে ওই অবস্থাতে কোন রোগের শারীরিক অবস্থা কেমন সেটা বোঝার সামর্থ্য কেবলমাত্র ডাক্তারের আছে।

এছাড়াও রেডিও থেরাপির ক্ষেত্রেও বমি বমি ভাবের প্রবণতা দূর করার জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। সার্জারির পরবর্তী যদি বমি বমি ভাব হয় তাহলে ৮ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে হবে তবে দিনে সর্বোচ্চ ১৬ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যাবে এর বেশি ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা যাবে তবে কি পরিমানে সিরাপ ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। প্রত্যেকটি ওষুধের ন্যায় এই ঔষধে রয়েছে প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া তাই সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করুন এটাই আপনার জন্য ভালো একটি পদ্ধতি হবে।