Micoral oral gel এর কাজ কি মিকোনেল জেল

আজকে আমরা বিশেষ একটি ওরাল জেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। Micoral oral gel খুঁটিনাটি অনেক তথ্য আপনারা আমাদের এই আর্টিকেল থেকে জানতে পারবেন যেটা আপনাদের কাছে হয়তো আগে অজানা ছিল। এই ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই লিমিটেড। তারা এই Micoral oral gel তৈরিতে ব্যবহার করেছে মাইকোনাজল নাইট্রেট। সাধারণত এই জেল কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই তবে আজকের এই আর্টিকেল পড়ার পরে অবশ্যই একটি ধারণা হবে বলে আমি আশা করছি।

এছাড়াও এই জেলের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে কোন কোন রোগের উপসর্গ দেখা দিলে এই জেল ব্যবহার করতে হয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ কিভাবে নিতে হবে এবং অবশ্যই এই জেলের ব্যবহার কিভাবে করতে হবে সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা রয়েছে আমাদের এই ছোট্ট আর্টিকেলে। তাই অবশ্যই এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে থাকুন।

Micoral oral gel কি কাজ করে

সাধারণত একজন রোগীর শরীরে কোন কোন উপসর্গ দেখা দিলে মূলত Micoral oral gel এর ব্যবহার করতে হবে সে সম্পর্কে এখন আলোচনা করা হবে। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী মুখ ও পরিপাকতন্ত্র ক্যানডিডা জনিত সংক্রমণ চিকিৎসা ব্যবহার করা হয়। সাধারণত মুখের ভেতরে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসক সেটা বুঝতে পারেন এবং দেরি না করে অবশ্যই এই Micoral oral gel ব্যবহার করার পরামর্শ দেন।
এর পাশাপাশি মুখ ও পরিপাকতন্ত্র ছত্রাকের colonization নির্মূলে এটা ব্যবহার করা হয়। মুখ এবং মুখের ভেতরে যদি চিকিৎসকেরা একটা জিনিস উপলব্ধি করতে পারে সেখানে ছত্রাক জনিত কোন সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ দেবেন এই Micoral oral gel ব্যবহার করার।

এখানেই শেষ নয় সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে এটা ব্যবহার করা হয়। সাধারণত এই রোগ গুলো নির্ণয় করা আমাদের মতন সাধারণ মানুষের চোখে সম্ভব নয় তাই আমাদের সবার প্রথমে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসার যদি বুঝতে পারে আমাদের এই ধরনের সমস্যা হয়েছে তাহলে কেবলমাত্র উল্লেখিত ক্রিম ব্যবহার করা যাবে তাছাড়া নিজে থেকে কোনভাবে এই ক্রিম ব্যবহার করার কথা আপনি চিন্তা করবেন না। হতে পারে বিভিন্ন সংক্রমণ হয়েছে এটা আপনি নিশ্চিত কিন্তু কোন ধরনের সংক্রমণ এবং সেখানে কোন ঔষধ কার্যকরী হবে এটা সবথেকে ভালো নির্বাচন করতে পারে একজন চিকিৎসক।

Micoral oral gel সঠিক ব্যবহারে সঠিক নিয়ম

অবশ্যই সঠিক ব্যবহার সম্পর্কে আপনাদের অবগত হতে হবে মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণে এই Micoral oral gel পরিষ্কার করে আঙ্গুল দিয়ে দিনে দুই থেকে চারবার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে। সাধারণত এর লক্ষণ চলে যাওয়ার এক সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অনেক রোগীদের ক্ষেত্রে এই জেল দিয়ে রাতে ব্রাশ করার নির্দেশনা দিয়ে থাকেন চিকিৎসক।

৬ থেকে ২৪ মাসের শিশুদের ক্ষেত্রে ১.৫ মিলি জেল দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং প্রাপ্তবয়স্ক ও দুই বছর বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে ২.৫ মিলি জেল দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

Micoral oral gel দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

প্রত্যেকটি জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ।সাধারণত এই ক্রিম এর অতিরিক্ত ব্যবহার এর ক্ষেত্রে বমি বমি ভাব বা অনেকের ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে বমি হতে পারে। দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া ও হতে পারে অনেকের ক্ষেত্রে এলার্জিক রিএকশন দেখা দিতে পারে। এসিআই লিমিটেডের Micoral oral gel বর্তমান দাম যেটার ১৫ গ্রামের টিউব তার ৬০.১৮ টাকা। আর ৩০ গ্রামের টিউবের দাম ১০০.৩০ টাকা।