মোনাস ৪ এর কাজ কি Monas 4mg

মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট আর মানব শরীরের জন্য কতটা উপকারী সে বিষয়ে আজকে আলোচনা করব। যদি একটি ঔষধের ভালো মন্দ সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে সেই ওষুধ সম্পর্কে ভালোভাবে চিনতে হবে। আজকে আমরা মোনাস ৪ মিলিগ্রাম নিয়ে কথা বলতে চলেছি এবং সেই ওষুধ মূলত মন্টিলুকাস্ট সোডিয়াম দ্বারা তৈরি। এখানে ৪ মিলিগ্রাম মন্টিলুকাস্ট সোডিয়াম ব্যবহার করা হয়েছে একটি ট্যাবলেট তৈরিতে। একমি ল্যাবরেটরীজ লিমিটেড মূলত এই ঔষধ এর প্রস্তুতকারক এবং এই ঔষধ মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম।

অনেকের মধ্যে এই ধারণা আছে যে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই শুধুমাত্র মোনাস ৪ মিলিগ্রাম ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমরা সেই ভুল ভাঙ্গানোর চেষ্টা করব এবং জানার চেষ্টাও করবো একজন রোগী কোন কোন সমস্যার কারণে মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারবে। তবে যে বিষয়ে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে অসুস্থ হলে সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল রোগীকে ঔষধ খাওয়া উচিত।

মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা

আমরা আগেই আপনাদের জানিয়েছিমাস মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে মন্টেলুকাস্ট ৪ মিলিগ্রাম। তাহলে যদি আমরা মন্টিলুকাস্ট এর কার্যকারিতা সম্পর্কে জানি তাহলেই মোনাস ৪ মিলিগ্রাম এর সঠিক কার্যকারিতা সম্পর্কে জানব। সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় এই ঔষধ। যাদের এজমার সমস্যা আছে তাদের অনেক কষ্ট হয় তার কারণ হলো ছোটখাটো বিষয় নিয়ে আসমা বৃদ্ধি পেলে অনেক কষ্ট করতে হয়।

আমি এমন অনেক মানুষকে দেখেছি তাদের শরীরে অ্যাজমা আছে এবং হালকা ঠান্ডা লাগলে এবং হালকা ধুলাবালিতে তাদের এত পরিমাণ শ্বাসকষ্টের সৃষ্টি হয় যে যেটা কল্পনার বাইরে। এই ধরনের এজমা রোগীদের ক্ষেত্রে প্রতিরোধে এবং এজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার করা হয় মোনাস ৪ মিলিগ্রাম। এছাড়াও ব্যায়াম জনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে ব্যবহার করা হয় মোনাস ৪ মিলিগ্রাম।

এর বাইরেও যদি আপনারা মোনাস ৪ মিলিগ্রাম আছে এর ব্যবহার সম্পর্কে জানতে চান তাহলে আমরা বলতে পারি যে এই মৌসুমী এলার্জিক রিএকশনগুলো আমরা আমাদের শরীরে দেখতে পায় সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে মোনাস ৪ মিলিগ্রাম অত্যন্ত পারদর্শী। সাধারণত আমাদের ঘনঘন হাঁচি হওয়া বিভিন্ন ধরনের চুলকানি এই ধরনের উপসর্গ এর বিরুদ্ধে লড়াই করতে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং ডাক্তারেরা অবশ্যই এই ধরনের সমস্যার বিরুদ্ধে জন্য এই ঔষধ নির্দেশ করতে পারে।

মোনাস ৪ মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক খাওয়ার পরিমাপ

যদি আমরা প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের বিভিন্ন ধরনের হাঁপানি এবং মৌসুমী এলার্জিক রানাইটিস এর সমস্যার বিরুদ্ধে এই ঔষধ দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে এই ঔষধ দিতে হবে। রোগের বয়স এবং রোগীর শারীরিক অবস্থা এর পাশাপাশি রোগীর ওজনের উপর নির্ভর করে মূলত ডাক্তারেরা এই ওষুধের পরিমাপ নির্ধারণ করতে পারে তবে আমরা এখানে আপনাদের একটি সঠিক ধারণা দেব সেখান থেকে কম বেশি করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

১৫ বছরের বেশি বয়স্ক কিশোরদের এবং প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে মোনাস ১০ মিলিগ্রাম করে ব্যবহার করা যাতে পারে প্রতিদিন। অর্থাৎ মন্টিলুকাস্ট ১০ মিলিগ্রাম প্রতিদিন ব্যবহার করার নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে। এছাড়াও হাঁপানিও মৌসুমি এলার্জিক রেনাইটিস এর ক্ষেত্রে যারা শিশু আছে তাদের বিভিন্ন ভাগ আছে এই ঔষধ প্রয়োগের ক্ষেত্রে।

৬ থেকে ১৪ বছর বয়সে শিশুদের জন্য মন্টিলুকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে দেওয়া যাবে। এর বাইরে যাদের বয়স ২- ৪ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে দেওয়া যাবে। এছাড়া ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ওরাল সলিউশন প্রতিদিন একবার ব্যবহার করা যেতে পারে । এইমাত্র যেকোনো সময় পরিবর্তন হতে পারে তবে এখানে ডাক্তারের হস্তক্ষেপ এর প্রয়োজন রয়েছে।