Gaviflux এর কাজ কি

আপনারা যারা প্রথমবার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন তারা হয়তো অবাক হবেন আমাদের ওয়েবসাইটে তথ্যগুলো দেখে। অবাক হওয়ার কিছু নেই আমরা সব সময় সততার সঙ্গে কাজ করার চেষ্টা করি এবং শতভাগ সঠিক তথ্য নিয়ে কাজ করি। বাইরে থেকে আমাদের আর্টিকেল গুলো দেখতে যেমন মনে হবে ভেতর থেকেও ঠিক একই তথ্য দেওয়া থাকবে এখানে কোন উল্টাপাল্টা তথ্য আমরা দেই না যেগুলো আপনাদের সমস্যার কারণ হতে পারে। আজকে আমরা আবার চলে এলাম বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের Gaviflux সিরাপ নিয়ে।

এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা আজকে এই সিরাপের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন যেমন এখন জেনে নিন এই সিরাপ তৈরিতে কোন তিনটি উপাদান ব্যবহার করা হয়েছে। এখানে যে তিনটি উপাদান ব্যবহার করা হয়েছে তার মধ্যে প্রথম উপাদান হচ্ছে সোডিয়াম এলজিনেট। এরপরে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদানের নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং সর্বশেষ উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই তিনটি উপাদানের মাধ্যমে এত সুন্দর একটি সিরাপ তৈরি করা হয়েছে যে এটা মানব সেবায় প্রতিনিয়ত অত্যন্ত ভালো কাজ করে। এটা ছিল ছোট্ট একটি উদাহরণ আপনি আরো বড় অনেক তথ্য জানতে চাইলে আমাদের সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।

Gaviflux সাসপেনশন কি কাজ করে

এই অংশে আপনারা জানতে পারবেন এই ওষুধের কার্যকারিতা। সাধারণত অনেকেই মনে করেন এটা শুধুমাত্র গ্যাসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তবে এখানে এটা সরাসরি এমন কোন কাজ করে না তবে এমন কিছু কাজ করে যেটা আমাদের সাধারণ মাথায় ঢুকতে না পারে কিন্তু এটা বুঝতে একেবারে সহজ বিষয়। সাধারণত এখানে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেটা সিস্টেমেটিক সার্কুলেশন এর মাধ্যমে কাজ করে না। রোগীরা যখন এই জিনিসটা গ্রহণ করে তারপর অতি দ্রুত পাকস্থলী রাশিদের সাথে বিক্রিয়া করে এল জেলিক এসিডের একটি জেল তৈরি করে এই ঔষধ। এখানে ওই জেল এর মধ্যে একটি নিরপেক্ষpএইচ থাকে যা পাকস্থলী উপাদানের ওপর ভেসে বেড়ায় এবং দ্রুত কার্যকর ভাবে ৪ ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে। এটা ছিল এই ওষুধের প্রধান কার্যকারিতা। এর কাজ এখানেই শেষ নয় গুরুতরক ক্ষেত্রে এই জেল পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে অন্যান্য গ্যাসের উপশমকারীর প্রভাব বিস্তার করে।

Gaviflux সিরাপ খাওয়ার সঠিক নিয়ম

এখন আসি এই সিরাপ কিভাবে খাবেন এই প্রশ্নের উত্তরে এবং এটা একেবারে সহজ। প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি মৌখিক সেবনের জন্য ১২ বছরের অধিক এবং প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিনিট প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময় খাওয়া যেতে পারে। আশা করছি খুব পরিষ্কারভাবেই আপনারা বুঝতে পারলেন ১০ থেকে ২০ মিনিট খাওয়া যাবে দিনে চারবার পর্যন্ত কিন্তু আপনি কতটুকু খাবেন এবং সেটা আপনার জন্য পারফেক্ট হবে কিনা এটা নিশ্চিত করতে একজন চিকিৎসকের পরামর্শ নিলে সব থেকে ভালো হয়।

৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৫ থেকে ১০ মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময়। অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যাদের বয়স ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে এই সিরাপ নির্দেশিত নয়। তাই আশা করছি এটা সম্পর্কে বিভিন্ন সতর্কতা ও আপনারা জানতে পারলেন এখন চলুন পরবর্তী অংশে চলে যায়।

Gaviflux সিরাপের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত প্রত্যেকটি ঔষধের রয়েছে পার্শপ্রতিক্রিয়া যদি সেটা রোগীরে জানা থাকে তাহলে সবথেকে ভালো হয়। যেমন Gaviflux সিরা রোজা রাখাচ্ছেন তারা জেনে নিন এই সিরাপ অতিরিক্ত খাওয়ার ফলে অথবা এ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে রোগীর কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং পাকস্থলী বিভিন্ন ধরনের খিচুনি বা ঢেকুরতলা সমস্যা তৈরি হতে পারে। তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ। বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড এর ২০০০ এম এল এর Gaviflux সিরাপের বোতলের দাম বর্তমানে ৩০০ টাকা।