Indever 10 MG এর কাজ কি, Indever 10 MG এর পার্শ্বপ্রতিক্রিয়া

ডাক্তার যখন আপনাকে কোন ওষুধ দেয় আপনি তখন ভাবতে থাকেন আমার না জানি কি বড় সমস্যা হয়েছে তাই ডাক্তার সাহেব এত এত ওষুধ লিখেছে। কোন কোন রোগী আবার এমন আছে যারা অসুখে পড়লে ডাক্তারের কাছে ঠিক হয়ে যায় কিন্তু ডাক্তার যখন বেশি বেশি ওষুধ লেখে তখন ডাক্তারের রুমেই ডাক্তারকে বকাবকি শুরু করে দেয়। আসলে অসুখ বিসুখ কখন কার হবে সেটা কেউ বলতে পারে না এবং কে সেই অসুখ থেকে সুস্থ হতে পারবে সেটাও কেউ বলতে পারে না।

তবে মনের জোর যদি থাকে এবং আল্লাহ তায়ালার কাছে যদি আপনি প্রার্থনা করেন সুস্থ হওয়ার জন্য তাহলে আশা করা যায় আপনি সুস্থ হতে পারবেন। আজকে আমরা Indever 10 MG ওষুধ নিয়ে আলোচনা করব এবং এই ওষুধের কাজ কি এবং এই ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে আপনাদের সকলের সামনে আলোচনা করব। এই তথ্যগুলো যারা এতদিন জানতেন না তারা অনুগ্রহপূর্বক আমাদের সঙ্গে থেকে তথ্যগুলো জেনে নিবেন।

Indever 10 MG এর সঠিক নির্দেশনা

Indever 10 MG অনেকের কাছে অতি পরিচিত ঔষধ আবার Indever 10 MG অনেকের কাছে একেবারেই অপরিচিত ঔষধ। পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন ঔষধ আবিষ্কার হচ্ছে নতুন নতুন রোগের জন্য। রোগ আবিষ্কারের যেমন শেষ নেই ঔষধ আবিষ্কারের ও শেষ নেই তাই আমাদের আশেপাশে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধ সম্পর্কে যদি আমরা একটু জ্ঞান রাখি তাহলে বিভিন্ন বিপদ আপদে এই গা কাজে লাগে।

Indever 10 MG মূলত কি কি রোগের বিনিময়ে চিকিৎসার জন্য ডাক্তারেরা নির্দেশনা দিয়ে থাকেন সে সম্পর্কে আলোচনা করব। আমরা আপনাদের এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে চলেছি আশা করব সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আপনার আমাদের সঙ্গে থেকে সঠিক তথ্যগুলো জানবেন। মূলত এই ওষুধটি প্রাথমিক উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয়। প্রাথমিক উচ্চ রক্তচাপ বুঝতে পেরেছেন কি জিনিস? এটা এমন একটি জিনিস যেখানে আপনার উত্তর রক্তচাপ হবে এমন একটি আভাস পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে এই ঔষধ ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করতে পারে ।

এছাড়াও ইঞ্জিলাফ্যাক্টরিস নামক অসুখে যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন ঠেকাতে মূলত Indever 10 MG ওষুধটি ব্যবহার করা হয়। এ পাশাপাশি থাইরয়েডঅক্সিকোসিস ও উদ্বিগ্নতা সবসময় ডাক্তার আপনাকে এই ঔষধ খেতে বলবে। মাইকেল প্রতিরোধে সব সময় Indever 10 MG ব্যবহার করা হয়।

Indever 10 MG এর সঠিক সেবন বিধি

প্রত্যেকটি ওষুধ সঠিক পরিমাপে খেলে সেই ওষুধের সঠিক উপকার আপনি পাবেন। এই পরিবারটি নির্ভর করে রোগীর শরীরের পরিস্থিতির ওপর এবং তার বয়সের উপর। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে রোগীর শরীরের ওজনের ওপর নির্ভর করে ওষুধের মাত্রা তাই আপনি কোন ভাবে এই বিষয় নিয়ে মাতাব্বরী করতে পারবেন না। মাতাব্বরি ছাড়ুন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং জানুন সঠিক ঔষধের পরিমাপ এবং সেটা না পারলে আমাদের এখান থেকে আইডিয়া নিন সে সম্পর্কে।

যে সকল রোগীদের বয়স ১৮ বছর এর ওপরে তাদের উচ্চ রক্তচাপের জন্য প্রারম্ভিকে ৮০ মিলিগ্রাম দিনে দুইবার খাওয়ানো যেতে পারে এবং এই ডোজ বাড়ানোর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। এর পাশাপাশি এনঞ্জিনা টেকটোরিস এর শুরুতে ৪০ মিলিগ্রাম করে দিনে দুই থেকে তিনবার খেতে পারে একজন রোগী । এছাড়াও মাইগ্রেনের সমস্যা এড়াতে প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য শুরুতে ৪০ মিলিগ্রাম দিনে দুইবার খাওয়ানো যেতে পারে। প্রত্যেকটি রোগের ক্ষেত্রে ঔষধের পরিমাণ বাড়ানো যেতে পারে তবে এর জন্য রয়েছে ডাক্তারের সঠিক পরামর্শ।

এছাড়াও শিশুদের ক্ষেত্রে অর্থাৎ একদিন হতে ১৮ বছর বয়সী সকল শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে। যারা নবজাতক আছে তাদের জন্য ০.২৫ থেকে ০.৫০ মিলিগ্রাম প্রতি কেজিতে দিনে তিনবার খাওয়ানো যেতে পারে। বাচ্চার ওজন যদি এক কেজি হয় তাহলে এখানে এই পরিমাপে আপনাকে খাওয়াতে হবে এবং বাচ্চার ওজন যদি ১০ কেজি হয় তাহলে এই পরিমাপ ১০ দিয়ে গুণ করে সেই হিসাব করে আপনাকে খাওয়াতে হবে ।