Mycofree 250 সাধারণত একটি ট্যাবলেট। সাধারণত টারবিনাফিন হাইডোক্লোরাইড উপাদানের মাধ্যমে এই ওষুধ তৈরি করা হয়। আজকে এই গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনাদের মত আমার কাছেও এই ঔষধ অত্যন্ত অপরিচিত একটি অংশ তবে আমি পোস্ট লেখার আগে যথেষ্ট জানার চেষ্টা করেছি ঔষধ সম্পর্কে। কেন জানিনা একটি ট্যাবলেট সম্পর্কে জানতে গেলে অবশ্যই অনেক সময় আপনাকে খরচ করতে হয় তাই অনেকেই এই জিনিসটা পছন্দ করেনা। যারা পছন্দ করে না তাদের জন্য আমাদের এই আর্টিকেলগুলো অত্যন্ত ভালো একটি আর্টিকেল যেখান থেকে অনায়াসে আপনি একটি ঔষধ সম্পর্কে জানতে পারবেন।
আজকে যে ট্যাবলেট নিয়ে কথা বলবো সেটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কম্পানির একটি ট্যাবলেট। বর্তমানে বাংলাদেশে খুব ভালো অবস্থানে রয়েছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি। আজকের Mycofree 250 ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনি কিভাবে এই ঔষধ সেবন করতে পারেন এবং এই ওষুধ সেবন করার ফলে আপনি কি উপকার পাবেন এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সব বিষয়ে আজকে আলোচনা করা হবে।
Mycofree 250 ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা কি
ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির Mycofree 250 ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা সম্পর্কে জানতে আপনি একেবারেই সঠিক জায়গাতে এসেছেন বলে আমি মনে করি। এই tablet মত পা অথবা হাতের আঙ্গুলের নখের ডার্মাটোফাইডস জনিত অনি ষকমাইসিস রোগের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করা হয়। এছাড়াও টিনিয়া কেপাইটিসের নির্দেশিত করা হয় এই ঔষধ। আশা করছি আপনারা এখান থেকে ভালো একটি ধারণা পেলেন কেন এই ওষুধ রোগী দের দেওয়া হয়।
সাধারণত আমার এবং আমার পরিবারের কারো এই ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি যার কারণে এটা আমার কাছে একেবারে অপরিচিত একটি ট্যাবলেট। তবে আমরা এটাও জানতে পারি যে এই একই গ্রুপের একটি স্প্রে তৈরি করা হয় এবং এই স্প্রে ত্বকের টিমিয়া সংক্রমণে নির্দেশিত করা হয়। আশা করছি আপনারা আমাদের এখান থেকে এই ওষুধ সম্পর্কে আরো অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন।
Mycofree 250 ট্যাবলেট এর মাত্রা ও সেবন বিধি
আমরা যারা এই ওষুধ খাব বলে ভাবছি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েছি কিভাবে ওষুধ খেতে হবে। এর বাইরেও যদি কারো পরামর্শের প্রয়োজন তাহলে আমরা এই ওষুধ এর সঠিক নির্দেশনা অনুযায়ী আপনাদের মাপটা ও সেবন বিডি সম্পর্কে জানাতে পারি। হাতের নখের এবং পায়ের নখের বিভিন্ন সমস্যার জন্য ২৫০ মিলিগ্রাম অর্থাৎ একটি ট্যাবলেট প্রতিদিন একটা করে 6 সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত খাওয়ানোর নির্দেশ দিতে পারে ডাক্তার।
এছাড়াও আরো সমস্যা আছে যেগুলোর বিরুদ্ধে 125 মিলিগ্রাম থেকে এর বেশি অথবা কম প্রতিদিন একবার করে ছয় সপ্তাহ পর্যন্ত ডাক্তারেরা নির্দেশ করতে পারে। এর বাইরে এর স্প্রে এবং ক্রিম এর ব্যবহার আলাদা। যেহেতু আমরা এখানে শুধুমাত্র ট্যাবলেট নিয়ে কথা বলছি তাই স্প্রে এবং ক্রিম এর ব্যবহারের কথা এখানে উল্লেখ করতে পারলাম না। যে কোন বিষয়ে যে কোন ধরনের সমস্যা হলে নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করতে যাচ্ছেন।
Mycofree 250 দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া
ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির এই Mycofree 250 ট্যাবলেট এর প্রতি প্রিসের মূল্য 32 টাকা। এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি বলতে হয় তাহলে অন্যান্য ঔষধের ন্যায় এরও রয়েছে ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া। বিভিন্ন রোগের বিরুদ্ধে এটা যেমন লড়াই করতে পারে আপনি যদি এটার ভুল ব্যবহার করেন তাহলে এটা আপনাকে আরো বেশি ক্ষতি করতে পারে তাই সবসময় সাবধানতা অবলম্বন করুন এবং কোন ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ একা একা নিজে খাবেন না।
গর্ভবতী থাকা অবস্থায় এই ঔষধ কোনোভাবেই নির্দেশিত নয় তাই আপনি এই ওষুধ পরিহার করবেন । এটা অত্যন্ত ভালো একটি ওষুধ তবে এর ভুল ব্যবহার হতে পারে আপনার জন্য অত্যন্ত খারাপ এটি অভিজ্ঞতা তাই সবকিছু জেনে বুঝে পদক্ষেপ গ্রহণ করুন অনুরোধ রইল।