টোফেন ট্যাবলেট এর কাজ কি Tofen 1 mg Tablet

টোফেন ট্যাবলেট বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। ফার্মাসিটিক্যাল অনেক আগে থেকে বাংলাদেশের ঔষধ শিল্পে অনেক বড় একটি নাম। তারা ওষুধের মিথস্ক্রিয়া খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে এতে করে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। টোফেন ট্যাবলেটটি মূলত কিটোটিফেন ফিউমারেট নামক উপাদান দ্বারা তৈরি হয়েছে। এছাড়াও এই ওষুধটি বেশ কয়েক ধরনের বাজারে পাওয়া যায়।

টোফেন ট্যাবলেট টি মূলত এক মিলিগ্রাম এর ফরমেটে পাওয়া যায়। এছাড়াও এই ট্যাবলেট ফরম্যাট বাদে আপনি সিরাপ ফরমেটে বাজারে টোফেন পেয়ে যাবেন। আপনার মত আজকে আর্টিকেল লিখতে বসেছি এই টোফেন ট্যাবলেট এর মূল কার্যকারিতা সম্পর্কে জানতে। আমার একটি পরিচিত দুঃসম্পর্কের বড় ভাই ছিল যিনি নিয়মিত টোফেন ট্যাবলেট খেতেন। হঠাৎ করে আমি একদিন তাকে প্রশ্ন করি আপনি এই ওষুধ কেন খাচ্ছেন।

তিনি আমাকে উত্তরে বলল কি জানি ভাই আমার অতিরিক্ত হাঁচি হতো তার জন্য ডাক্তার সাহেব আমাকে ৩ মাস এই ওষুধ খেতে বলেছে। এখন আমার প্রশ্ন হল শুধুমাত্র হাসির জন্য একটি ওষুধ ৩ মাস খেতে বলেছে না অন্য কারণও আছে। তিনি বলল সেটা আমি জানি না ডাক্তার সাহেব বেশি ভালো জানে। এ বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে তার কারণ হচ্ছে যিনি অসুস্থ তিনি মূলত জানেন না তার শরীরে কি সমস্যা এবং কেন তিনি ওষুধগুলো খাচ্ছেন।

টোফেন ট্যাবলেট এর মূল কার্যকারিতা কি

টোফেন ট্যাবলেটে মূল উপাদান যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কিটোটিফেন ফিউমারেট এবং এই উপাদানটি কি উপকারে আসে বা কি কাজে সরাসরি ব্যবহার করা হয় সেটা এখন জানব। হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসায় এই টোফেন ট্যাবলেট সব থেকে বেশি ব্যবহার করা হয়। তোদের হাঁপানি রয়েছে তাদের হাঁপানি কমাতে অথবা প্রতিরোধ করতে মূলত এই ট্যাবলেট ব্যবহার করা হয়।

বিভিন্ন এলার্জির অবস্থা প্রতিরোধে এই টোফেন ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। যেমন কারো ঘন ঘন হাঁচি হচ্ছে এর পাশাপাশি চোখ লাল হয়ে যাচ্ছে। অনেকের শরীরে গোল গোল চাকা চাকা বের হচ্ছে এবং এই ধরনের বিভিন্ন এলার্জিক রিয়াকশন এর কারণে এই ট্যাবলেটটি সরাসরি ব্যবহার করা যেতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে চুলকানি এবং ব্যাথা ও স্পর্শ অসহিষ্ণু ইত্যাদি উপসর্গ উপশমে ট্যাবলেটটি ব্যবহার হয়ে আসছে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত অ্যালার্জি কারণে মাথাব্যথাও শুরু হতে পারে তাদের ক্ষেত্রেও টোফেন ট্যাবলেট ব্যবহার হয়।

টোফেন ট্যাবলেট এরা সঠিক সেবন মাত্রা

এই ওষুধটি পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে সাধারণত এক মিলিগ্রাম করে দিনে ২বার খাবারের সাথে সেববো। অর্থাৎ এই ওষুধটি খাবারের আগে আপনাকে খেতে হবে না খাবার খাওয়ার পরে এই ওষুধটি আপনি খেতে পারেন দিনে ২বার। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটি দিনে সর্বোচ্চ ৪ মিলিগ্রাম করে আপনি ব্যবহার করতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না ওষুধটি সেবনের এবং অতিরিক্ত ডোজ গ্রহণের ক্ষেত্রে।

শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম এবং ৩ বছরের অধিক বয়স ও শিশুদের ক্ষেত্রে এক মিলিগ্রাম করে দিনে ২বার আহারের সাথে খেতে হবে এবং খুব বেশি ঘুম পেড়ে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলায় খাবারের সাথে ০.৫ থেকে ১ মিলিগ্রাম পর্যন্ত এই ওষুধটি খাওয়া যেতে পারে। আশা করছি এর সঠিক মাত্রা সম্পর্কে আপনারা ধারণা পেলেন এবং এর বাইরে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের করতে পারেন অথবা নিকটস্থ একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

টোফেন ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

টোফেন ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে এটার জন্য সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে। অতএব এই ২ ওষুধ একসাথে সেবন পরিহার করা উচিত। গর্ভাবস্থায় ও মাতৃযুদ্ধ দান কালে অন্যান্য ওষুধের মত এই ওষুধটিও ব্যবহারে যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে।