আগের দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং পয়েন্ট ছিল না তখন ছিল লেটার পয়েন্ট। কিন্তু বেডিং পয়েন্ট চালু হওয়ার পর থেকে বেশ কয়েক বছর পার হয়ে গেল কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত সকলে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারে না। আজকে আমরা বেডিং পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব জিপিএ এর পূর্ণরূপ কি। এটা একটি ইংরেজী শব্দ এটার সম্পূর্ণরূপ মূলত ইংরেজিতে করা হয়েছে চলুন এগুলো সম্পর্কে জানি।
GPA= Grade Point Avarage এর বাংলা অর্থ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ। এটা সাধারণত এমন একটি সংখ্যাকে নির্দেশ করে যে তার সম্পূর্ণ রেজাল্টের একটি গড় প্রকাশ করেছে। সাধারণত পরীক্ষার রেজাল্ট বের হয় গ্রেডিং পয়েন্টে এবং প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা গ্রেড পাওয়া যায়। সব কয়টি সাবজেক্ট এর গ্রেডিং পয়েন্ট এক জায়গাতে করার পর যতটি সাবজেক্ট এর গ্রেডিং পয়েন্ট এক জায়গাতে করা হয়েছে তত সংখ্যা দ্বারা ভাগ করলেই মূলত জিপিএ মার্ক চলে আসে। এটা একেবারে সহজ ব্যাপার আমরা সাধারণত যে গড় অংক করে থাকি সেটা এখানে ব্যবহার করা হয়।
সিজিপিএ এর পূর্ণরূপ কি
এই গ্রেডিং পয়েন্ট ব্যবহার করা হয় সাধারণত অনার্স লেভেল থেকে। অনার্স লেভেলে তিন থেকে চার বছরে যে অর্জনগুলো একজন শিক্ষার্থী করে থাকে সেই অর্জন গুলোকে একত্রিত করে একটি রেজাল্ট প্রদান করা হয় যাকে সিজিপিএ বলা হয়। একজন শিক্ষার্থী তার সামগ্রিক অ্যাকাডেমিক পারফরমেন্সের অবস্থানে এবং মূল্যায়নে গড় কত মার্ক পেয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে সিজিপিএ। আপনারা যারা এখন পর্যন্ত সিজিপিএ এর পূর্ণরূপ সম্পর্কে জানেন না তারা আমাদের এখান থেকে এর পূর্ণরূপ সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবেন।
CGPA= Cumulative Grade Points Avarage. মনে করুন আপনি চার বছরের অনার্স কোর্স কমপ্লিট করলেন। চার বছরের চারটি আলাদা আলাদা ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় কোন কোন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিবছরে আবার তিনটি করে সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি পরীক্ষার আলাদা আলাদা গ্রেডিং পয়েন্ট অবশ্যই রয়েছে এবং সেটা সঙ্গে সঙ্গে প্রদান করা হয়। তবে চার বছর পরে প্রত্যেকটি পরীক্ষায় গ্রেডিং পয়েন্ট গুলোকে একত্রিত করে সাবজেক্ট সংখ্যা দ্বারা ভাগ করে একটি সিজিপিএ মার্ক বের করা হয়। এটাই মূলত ওই শিক্ষার্থীর একাডেমিক সফলতা যা পরবর্তীতে সার্টিফিকেট আকারে সে সংগ্রহ করতে পারবে।
এস এস সি এর পূর্ণরূপ কি
একাডেমিক জীবনে আপনি যখন কোন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন যে পরীক্ষা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা। জীবনের সবথেকে বড় একাডেমিক পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা এবং এই পরীক্ষার গুরুত্ব থাকে সব থেকে বেশি এবং এই পরীক্ষার সম্মান থাকে সব থেকে বেশি। মনে হয় এই পরীক্ষার মতন গুরুত্ব এবং সম্মান যদি অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে থাকত তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারত কিন্তু আফসোস এই সম্মান আর পরবর্তীতে থাকে না। আমরা স্কুল লাইফ শেষ করতে যে পরীক্ষা দেই সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা এবং তার পূর্ণরূপ এখন পর্যন্ত অনেকেই জানেন না।SSC= Secondary School Certificate. এই রেজাল্ট এখন পর্যন্ত মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ করে। নিজের এসএসসি রেজাল্ট এর দিনের কথা এখনো সকলের হয়তো মনে আছে। সেই দিনগুলো ছিল অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত রঙিন কিন্তু এখনকার দিনের মতন এত ফিকে ছিল না যা অল্পতেই ভুলে যাওয়া সম্ভব।
এইচএসসি এর পূর্ণরূপ কি
HSC- Higher Secondary Certificate. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়তেই একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারে এবং একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এ লেভেলে যারা নিজেকে ধরে রাখতে পারবে এবং নিজেকে সুন্দরভাবে সাজাতে পারবে তারাই ভবিষ্যতের উজ্জ্বল কান্ডারী হবে। এই লেভেলে এসে অনেক শিক্ষার্থীকে ঝড়ে পড়তে দেখা যায় তার কারণ হচ্ছে এখানে সবথেকে মূল্যবান স্বাধীনতা পাওয়া যায় যেটাকে অপব্যবহার করতে আমরা একটুও ভয় পাই না।