ফলিসন এর কাজ কি Folison ৫ মি.গ্রা. ট্যাবলেট

সন্তান যখন গর্ভে থাকে তখন মায়েদের একটি জিনিস নিশ্চিত করতে হয় সেটা হচ্ছে সন্তানের সুস্বাস্থ্য। তবে কিছু কিছু মা আছে তারা পূর্ব থেকে শারীরিকভাবে নিজে দুর্বল তারা কিভাবে যে সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করবে সেটা অনেকেই বুঝে উঠতে পারে না। এই সময় অবশ্যই সেই সকল মায়েদের ঘরে বসে না থেকে একজন ভালো গাইনি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার পরামর্শ অনুযায়ী নিজের খাবার থেকে শুরু করে চলাফেরা সবকিছু নিয়ন্ত্রণ করা উচিত।

গর্ভবতী মায়েদের FOLISON ট্যাবলেট বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এর বাইরে অন্য কাউকে দেওয়া হয় কিনা এবং যদি দেওয়া হয় তাহলে সেটা মানব শরীরে কি কাজে আসে সে সম্পর্কে আজকে জানব। কেউ কোন রোগীকে ফেলেছেন ওষধ দিল এবং সে শুধু এটা খেয়েই চলল এমন করলেও হবে না অবশ্যই এর আছে নির্ধারিত সময় এবং পরিমাণ বৃদ্ধি সেটাও আজকে জানবো। এছাড়া Folison ঔষধটি মূলত কি ধরনের ওষুধ এবং এর কি পার্থ প্রতীক্ষা হতে পারে আপনার শরীরে সেটা জানব।

Folison ট্যাবলেট এর সঠিক কাজ ও নির্দেশনা

ঔষধ আমরা এমনি খাই না ওষুধ মূলত রোগের বিনিময়ে লড়াই করার জন্যই আমরা খাই। এগুলো এমন খাদ্যবস্তু না যে এগুলা খেলে আমাদের ক্ষিদে মিটে যাবে তাই অবশ্যই যথেষ্ট কারণ ছাড়া কোন ঔষধি কেউ খেতে চাইবে না। আপনি কি কারনে FOLISON ঔষধ খাবেন তার বিষয়ে এখন আলোচনা করব আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

একজন ডাক্তার যদি আপনাকে Folison ট্যাবলেট খেতে বলে তাহলে অবশ্যই আপনার শরীরে ফলিক এসিডের ঘাটতি রয়েছে। এখন আপনি বলবেন আপনি কিভাবে বুঝবেন এই ফলিক এসিডের ঘাটতি। অবশ্যই আপনার শরীর অতিরিক্ত দুর্বল এবং ডাক্তার আপনার সঙ্গে কথা বলে সে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারবে যেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন না। তাই ডাক্তার যখন বুঝতে পারবে কোন রোগীর শরীরে ফলিক এসিদের ঘাটতি আছে তাহলে অবশ্যই তিনি তাকে FOLISON ট্যাবলেটটি খেতে বলবে।

এছাড়াও মেগালোব্লাস্টিক রক্তস্বল্পতার জন্য এই FOLISON ব্যবহার করা হয়। আপনারা যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন তাদেরকে বলব ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত Folison ঔষধ খান এতে কোন সমস্যা নেই। এছাড়াও যাদের শৈশবকালীর রক্তস্বল্পতা রয়েছে অর্থাৎ বাচ্চারা জন্মগ্রহণের পর থেকে তাদের শরীরে রক্তের স্বল্পতা দেখা দেয় তাদের জন্য FOLISON ট্যাবলেটটি ব্যবহার করা হয় চিকিৎসায়। ট্যাবলেট পুষ্টির উৎস এবং গর্ভাবস্থায় ব্যবহার করা হয় তার কারণ হলো গর্ভে থাকা সন্তান যাতে এই ভিটামিন টা পর্যাপ্ত পরিমাণে পেয়ে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তার গর্ভবতী মাকে এই ওষুধ খেতে বলে।

Folison ট্যাবলেট খাওয়ার সঠিক পরিমাপ

প্রত্যেকটি ঔষধ মেপে বুঝে খেতে হবে এবং শরীরের গঠন এবং রোগের শারীরিক অসুস্থতার ওপর নির্ভর করে এটির মাত্রা ঠিক করতে পারে একমাত্র উপস্থিত ডাক্তার। তবে পরিস্থিতিতে এমন তারাই যে উপস্থিত ডাক্তারের দেওয়া পরামর্শ আপনি ভুলে গেছেন অথবা সেই প্রেসক্রিপশন আপনার কাছে নেই তাহলে আপনি কিভাবে বুঝবেন এই ওষুধ কতটুকু খেতে হবে। আমরা আপনাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাপ জানাতে পারি এরপরে সিদ্ধান্ত আপনার।

যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের প্রাথমিকভাবে৪ মাসের জন্য প্রতিদিন ৫ মিলিগ্রাম করে Folison ট্যাবলেট খেতে বলা হয়। এছাড়াও মেন্টেনেন্স এর ক্ষেত্রে অর্থাৎ অন্তর্নিহিত রোগের উপর নির্ভর করে প্রতি ১ থেকে ৭ দিনের মধ্যে পাঁচ মিলিগ্রাম করে ফলের ওষুধ খেতে বলবে ডাক্তার। শিশুদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত দৈনিক ৫০০ মাইক্রগ্রাম, প্রতী কেজিতে দিতে হবে। এক বছরের বেশি বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের যে ডোজ আছে সেই ডোজ অনুযায়ী খাওয়াতে হবে। আশা করছি সলিউশন ট্যাবলেট সম্পর্কে আপনারা যথেষ্ট জানতে পেরেছেন আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টা থেকে।