Beklo 10 এর কাজ কি, Beklo 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি বেক্লো ১০ মি.গ্রা. ট্যাবলেট

আমাদের ধারাবাহিক আর্টিকেল লেখার আজকের অংশে আপনারা জানতে পারবেন Beklo 10 ট্যাবলেট সম্পর্কে। আজকে আমরা এই ওষুধের খুঁটিনাটি জানার চেষ্টা করব একজন রোগী কখন এই ঔষধ খাবে এবং কতটুকু খাবে সেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সাধারণত কোন অসুখ হলে হুটহাট ঔষধ খায় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গুলো খায় যার ফলে একটি সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অসুস্থ হতে শুরু করি।

আমাদের সমাজে এবং আশেপাশে এবং আপনাদের পরিবারেও বা আমাদের পরিবারও এরম অকাল মৃত্যুর ঘটনা বহু ঘটেছে কিন্তু তার পেছনে যে কতটা দায়ী রয়েছে এই ওষুধগুলো তার আমরা বুঝতে পারি না। চলুন সতর্কতা অবলম্বন করি এবং সচেতনতা বৃদ্ধি করতে শুরু থেকে ঔষধ সম্পর্কে নাগরিকের মাঝে তথ্য বিনিময় করে এতে করে সকলের উপকার হবে। Beklo 10 ট্যাবলেট এর সঠিক তথ্য জানতে আপনারা একেবারেই সঠিক জায়গাতে এসেছেন।

Beklo 10 এর সঠিক নির্দেশনা

নির্দেশনা বলতে আমরা এখানে এর কাজ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন কোন রোগের বিপক্ষে এই ওষুধটি কাজ করে সেটা জানব। সাধারণত একটি ঔষধ শুধুমাত্র যে একটি অসুখের বিরুদ্ধে কাজ করে এমন নয় রোগীর ভেদে এবং রোগীর পরিস্থিতি ভেদে একটি ঔষধ বিভিন্ন ধরনের অসুখের বিরুদ্ধে কাজ করে।

যাদের রিউমাটিক ডিসঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসলস্পাম আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমস্যা ডাক্তার যদি পরিলক্ষিত করতে পারে তাহলে অবশ্যই আপনাকে এই ওষুধ খেতে বলবে। অনেকের কাশেরুকাতে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে এবং কাশেরুকাতে অন্যান্য সমস্যাও সৃষ্টি হয় এর জন্য যার কারণে একজন ডাক্তার আপনাকে Beklo 10 ওষুধটি খেতে বলতে পারে। এছাড়াও যাদের মাল্টিপল স্কেলেরোসিস দ্বারা সৃষ্ট ইস্পারসিসিটি সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তার সাহেব এই ওষুধটি প্রেসক্রাইব করতে পারে।

Beklo 10 ট্যাবলেট এর সঠিক সেবন বিধি

প্রত্যেকটি ওষুধে রয়েছে সঠিক সেবন বিধি এবং সঠিক সেবন বিধি অনুযায়ী যদি আপনি ওষুধটি সেবন করেন তাহলে অবশ্যই ওষুধ টি কাজ করবেন। এখানে রোগের বয়সের উপর নির্ভর করে এবং রোগীর বর্তমান পরিস্থিতি এছাড়াও রোগীর ওজনের ওপর নির্ভর করে বিভিন্ন ঔষধ এর মাত্রা নির্ধারণ করা হয়। সাধারণত সেই ওষুধে কতটুকু কি পরিমাণে উপাদান রয়েছে তার উপর নির্ভর করে এটা নির্ধারণ করা হয়। চলুন জানার চেষ্টা করি আজকের Beklo 10 এর সঠিক মাত্রা।

পূর্ণবয়স্ক ও ১০ বছরের মধ্যে রোগীদের ক্ষেত্রে ৫ মিলিগ্রাম দিনে তিনবার খাবার আগে বা পরে খাওয়া যেতে পারে এই ওষুধ। এটা সকলে জানে যে ঔষধ এর পরিমাণ যেকোনো সময় পরিবর্তন করা যায় তবে এখানে সেটি করার দায়িত্ব একমাত্র ডাক্তারের তাই আপনি কোনভাবে এ বিষয়ে একবারে কিছু করতে যাবেন না। একজন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

যে সকল রোগীদের বয়স ১০ বছরের নিচে বা যাদের একেবারেই শিশু হিসেবে ধরা হয় তাদের জন্য প্রাথমিকভাবে 2.5 মিলিগ্রাম দিনে চারবার খাওয়া যেতে পারে। তবে ১২ মাস থেকে ২ বছর পর্যন্ত রোগীদের জন্য 10 থেকে 20 মিলিগ্রাম এবং ২ থেকে ৬ বছরের জন্য ২০ থেকে ৩০ মিলিগ্রাম এছাড়াও যারা ৬ থেকে ১০ বছরের বয়সের রয়েছে তাদের জন্য ৩০ থেকে ৬০ মিলিগ্রাম করে ওষুধ খাওয়ানো যেতে পারে।

Beklo 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া

প্রত্যেকটি ঔষধের প্রতিক্রিয়া রয়েছে এবং আজকের এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি। এর কারণে আপনার শরীরের স্নায়ু আক্রান্ত হতে পারে এবং রক্ত সঞ্চালন বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে এর প্রতিক্রিয়ার কারণে। মূত্রথলে জ্বালাপোড়া থেকে শুরু করে আরো অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে।