গর্ভবতী হওয়ার লক্ষণ সাদা স্রাব

সাদাস্রাব কথাটির সাথে প্রত্যেক নারী রায় সম্পর্কিত। প্রত্যেকটি নারীর ওই বয়স সন্ধি কালে এক বা দুই বছর আগে থেকেই সাদা স্রাব নির্গত হতে পারে যা মেনোপজ এর পর বন্ধ হয়ে যায়। এছাড়াও সাদাস্রাব নির্গত হওয়ার পরিমাণ বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় সাদা স্রাব এর পরিমাণ আগের তুলনায় অনেকাংশে বেড়ে যেতে পারে।

বিশেষ করে পিরিয়ডের আগে এর পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়। এ স্রাব সাধারণত গন্ধবিহীন বা হালকা গন্ধযুক্ত দুধের মতো সাদা বা পরিষ্কার হয়ে থাকে যা লিউকোরিয়া নামেও পরিচিত। আপনারা অনেকে প্রশ্ন করেছেন গর্ভবতী হওয়ার লক্ষণ সাদা স্রাব সম্পর্কে। তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে এসেছি গর্ব অবস্থায় সাদা স্রাব সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক।

গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়া

একজন মেয়ে গর্ভবতী হলে সাদাস্রাব নির্গত হওয়া খুবই একটি স্বাভাবিক বিষয়। তবে অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় এর পরিমাণও বেশি থাকে কারণ গর্ব অবস্থায় এস্ট্রোজেন হরমোন বেড়ে যায় এবং যোনির আশপাশে এ সময় রক্ত প্রবাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পায় যার কারণে গর্ভাবস্থায় সাদা স্রাব আগের তুলনায় একটিও বেশি হয়ে থাকে।

তবে এটি ভয়ের কোন কারণ নাই। প্রত্যেক নারীর গর্ভাবস্থার সময় সাদা স্রাব আগের তুলনায় বেশি নির্গত হয়। গর্ভাবস্থায় জরায়ুর মুখ এবং যোনির দেয়াল নরম হয়ে যায় তাই এ সময় সাদা স্রাব নির্গত হওয়ার পরিমাণ অনেকাংশে বেড়ে যায় যাতে জমি থেকে কোন সংক্রমণ উপরের দিকে জরায়ুতে পৌঁছাতে না পারে।

তবে একজন গর্ভবতী মায়ের প্রসবের সময় যত এগিয়ে আসে সাবের পরিমাণ তত বাড়তে থাকে। অনেক গর্ভবতী মায়েরা প্রসবের সময় এগিয়ে আসে যখন তখন সাদা স্রাব নির্গত হওয়ার ফলে অনেক ভয় পেয়ে যায় তবে এটি খুবই সাধারণ একটি বিষয়। এর কারণ হলো প্রসবের সময় যত এগিয়ে আসে বাচ্চার মাথা তত বেশি জরায়ুর মুখের উপর চাপ সৃষ্টি করতে থাকে এর ফলে সাদা স্রাবারও বেশি পরিমাণে নির্গত হয়।।

একজন মা যখন গর্ভাবস্থার শেষের দিকে চলে আসে তখন সাদা স্রাবের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যে তা প্রসাবের মত মনে হতে পারে। শেষ এক বা দুই সপ্তাহ আগে সাবের সাথে ঘন শ্লেষণা বা রক্তের রেখাও দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে একরকম হয় না। এটা মায়ের শরীরের প্রসবের জন্য তৈরি হওয়ার লক্ষণ। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে দু-তিনবার এ ধরনের শো দেখা দিতে পারে এর মাধ্যমে বোঝা যায় প্রসবের সময় খুবই কাছাকাছি।

গর্ভাবস্থায় সাদা স্রাব কখন ঝুঁকির  কারণ হয়ে ওঠে

গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়া একটি স্বাভাবিক লক্ষণ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সাদা স্রাব যেন প্রয়োজনের অতিরিক্ত বেশি নির্গত না হয় এবং গন্ধযুক্ত না হয়। গর্ভাবস্থায় সাদা স্রাব কখন ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে সে সম্পর্কে আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করব।

নির্গত হওয়ার সাদা স্রাব যদি সবুজ বর্ণের হয়ে থাকে এবং গন্ধযুক্ত হয়ে থাকে বা মায়ের যদি এ থেকে ব্যথা অনুভূত হয় বা কোন কারণে তা অস্বাভাবিক মনে হয় তবে তা ইনফেকশন বা অন্য কোন সমস্যার লক্ষণ হতে পারে। তাই একজন মা যখন এই উপসর্গগুলো লক্ষ্য করতে পারবে তখন বসে না থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়া দরকার।

এছাড়াও একজন গর্ভবতী মায়ের যদি ৩৭ সপ্তাহ হওয়ার আগে সাদা স্রাবের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় বা সাদা স্রাবের ধরন পরিবর্তন হয়ে যায় তবে তা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। কারণ যদি স্বচ্ছ বা পানির মত তরল নির্গত হয় বা সাদাস্রাব দেখতে ঘন এবং থকথকে হয়ে যায় তবে তা প্রি টার্ম লেবারের লক্ষণ হতে পারে।