ইনডেভার ১০ কেন খায়, ইনডেভার ১০ খাওয়ার নিয়ম Indever 10 mg

ইনডেভার ১০ ট্যাবলেট নিয়ে আজকে কথা বলব। প্রোপ্রানলল হাইডোক্লোরাইড গ্রুপের এই ওষুধটি এসিআই ফার্মাসিটিক্যাল বর্তমানে বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করছে। আজকে আমরা জানার চেষ্টা করব এই ওষুধটি সঠিক ব্যবহার সম্পর্কে এবং একজন ডাক্তার কোন রোগীকে এই ওষুধ দিতে পারে তার কারণ সম্পর্কে। বাংলাদেশের বাজারে বর্তমানে ১০ মিলিগ্রাম এর ইন্ডিভার ট্যাবলেট এবং ৪০ মিলিগ্রাম এর ইন্ডিভার ট্যাবলেট অ্যাভেলেবল রয়েছে।

কোন ট্যাবলেটটি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য এবং এই ট্যাবলেটের বর্তমান মূল্য কত টাকা সে সম্পর্কে জানতে একটু কষ্ট করে আপনাকে আমাদের সম্পূর্ণ আর্টিকেল পড়তে হবে। আপনি পাঁচটা মিনিট সময় দিলেই সঠিক তথ্য জানতে পারবেন ইনডেভার ১০ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এর পাশাপাশি এই ঔষধ অতিরিক্ত খেলে অথবা এই ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব।

ইনডেভার ১০ মিলিগ্রাম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

মূলত এই ওষুধটি আপনি অতিরিক্ত মাত্রায় যদি খান তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিতে পারে। রোগী হিসেবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পরিমিত পরিমাণে ওষুধ খাওয়া হয় অতিরিক্ত ওষুধ খেলে যে কোন সময় যেকোন সমস্যায় আপনি পড়তে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কি সমস্যা আপনার শরীরে আসতে পারে চলুন সেই সম্পর্কে জানি।

মূলত পা ঠান্ডা হওয়া এবং অবসন্নতা হওয়া এই অসুখের পার্শ্ব প্রতিক্রিয়ার একটি লক্ষণ। ইনডেভার ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটি হচ্ছে বমি বমি ভাব এবং বমি হওয়া। এছাড়াও মাথা ঘোরা ভাব হতে পারে এবং অনিদ্রায় ভুগতে পারে বিভিন্ন রোগে। আপনি যখন এই ওষুধটি খাচ্ছেন তখন যদি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার শরীরে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ইনডেভার ১০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার মাত্রা

ইনডেভার ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রারম্ভিক সময় ৮০ মিলিগ্রাম দিনে দুইবার খাওয়ানো যেতে পারে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পরিমাপ দিনে বাড়িয়ে 160 থেকে 180 মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। যাদের এনজিনা পেট্রোরস নামক অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে ৪০ মিলিগ্রাম করে দিনে ২-৩ বার এবং এটা বৃদ্ধি করে ১২০ থেকে ১৪০ মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের জন্য মাইগ্রেন এরাইবার জন্য শুরুতে ৪০ মিলিগ্রাম দিনে দুইবার এবং আস্তে আস্তে এটা বাড়িয়ে 160 থেকে 180 মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে দৈনিক।

শিশুদের ক্ষেত্রে ইনডেভার ১০ ঔষধটি এক থেকে ১৮ বছর রোগীদের জন্য ব্যবহার করা যাবে। মূলত একেবারেই যারা নবজাতক আছে তাদের জন্য শূন্য দশমিক ২৫ থেকে ০.৫০ মিলিগ্রাম প্রতি কেজিতে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এক মাস বয়সী হতে ১২ বছর পর্যন্ত ০.২৫ হতে ১ মিলিগ্রাম পর্যন্ত কেজিতে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর এর মধ্যে তাদের শুরুতে আসছি মিলিগ্রাম দৈনিক দুইবার চালিয়ে যেতে হবে এবং সর্বোচ্চ ১৬০ থেকে ৩২০ মিলিগ্রাম দৈনিক ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

ইনডেভার ১০ মিলিগ্রাম ট্যাবলেট এর দাম কত

মূলত এসিআই লিমিটেড এই ওষুধটিকে বাজারজাতকরণ করে এবং আমরা যদি এই ওষুধের দামের কথা বলি তাহলে প্রথমত ইনডেভার ১০ মিলিগ্রামের কথাই বলি। ১০ মিলিগ্রাম এর ১০০ প্যাকেজ এর দাম পড়বে শুধুমাত্র ৫১ টাকা এবং আপনি যদি আলাদাভাবে কিনতে যান তাহলে প্রতি দাম পড়বে ০.৫১ টাকা।

যে সকল রোগীরা গুরুতরভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে ৪০ মিলিগ্রামের ওষুধটি ডাক্তার প্রেসক্রা্বি করতে পারে এবং এই ওষুধের মূল্য বর্তমানে ১.৫০ টাকা। এখানে আপনি ১০০ পিসের প্যাকেট কিনতে গেলে আপনার খরচ পড়বে ১৫০ টাকা মাত্র।