ফেনাডিন ১২০ কেন খায়, ফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম Fenadin 120

ফেনাডিন মূলত ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ঔষধ। ফেনাডিন ১২০ ফেক্সোফেনাডি গ্রুপের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য ১২০ মিলিগ্রামের একটি ট্যাবলেট। আজকে আমরা এই ওষুধটি নিয়ে একটু বিস্তর আলোচনা করব। যারা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে জানতে চাচ্ছেন তারা অবশ্যই সঠিক জায়গাতে এসেছেন বলে আমি মনে করি। বরাবরের মতো আজকেও আমাদের ওয়েবসাইট আপনাদের পাশে আছে।

মূলত প্রত্যেকটি গ্রুপের আলাদা আলাদা ঔষধ তৈরি হয়। তবে প্রত্যেকটি কোম্পানি সেই গ্রুপের নামকে একটু মডিফাই করে তাদের নিজস্ব একটি নাম দেয়। ফিক্সোফেনাডিন 120 কে কোন একটি কোম্পানি ফেনাডিন 120 নামে বাজারজাতকরণ করছে। আজকে আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন ফেনাডিন 120 কেন খেতে হবে এবং ফেনাডিন ১২০ ঔষধ খাওয়ার নিয়ম এবং তার বাজার মূল্য এছাড়াও এই ধরনের অনেক খুঁটিনাটি।

ফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম

সবার প্রথমে পরিষ্কার করতে চাই ফেনাডিন ১২০ শুধুমাত্র ট্যাবলেট ফর মেটে নেই এর সঙ্গে রয়েছে ওরাল সাস্পেনশন অর্থাৎ সিরাপ। দুই ধরনের জিনিসের উপর নির্ভর করে এখানে খাওয়ার ধরন ভাগ করা হয়েছে তাই আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ 12 বছরের বেশি বয়সের শিশুদের জন্য দিনে দুইটি করে ৬০ মিলিগ্রামের ট্যাবলেট অথবা দিনে একটি করে 120 মিলিগ্রামের ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়েছে।

তবে যারা ৬ থেকে ১১ বছর বয়সের মধ্যে আছেন তাদের জন্য দিনে দুইবার ৩০ মিলিগ্রামের ফেক্সোফেনাড ন অথবা একটি করে ৬০ মিলিগ্রাম এর ট্যাবলেট খাওয়ার অনুমতি রয়েছে। সিরাপ এর ক্ষেত্রে ২ থেকে ১১ বছর বয়সে শিশুদের জন্য দিনে দুইবার করে ৩০ মিলিগ্রাম সিরাপ সেবনের অনুমতি রয়েছে । ৬ থেকে ২ বছরের কম বয়সে শিশুদের জন্য দিনে দুইবার করে ১৫ মিলিগ্রাম সাসপেনশন সেবন করার অনুমতি রয়েছে। তবে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধ খেতে পারবেন না এটা আমরা আপনাদের পরিষ্কার ভাবে জানাতে চাই।

ফেনাডিন 120 কেন খাব

সাধারণত দেখা যায় যে যাদের চুলকানির সমস্যা অথবা এলার্জি সমস্যা বেশি আছে তাদের জন্য ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধগুলো লেখা হয়ে থাকে। তাই যাদের বিশেষ করে ঘন ঘন হাঁচি হয় এছাড়াও যাদের বিশেষ করে নাক ও গলা চুলকানি হয় এবং ত্বকে বিভিন্ন জায়গায় চুলকানি হয় এবং দেখা যায় যে মাঝেমধ্যে চোখ লাল হয়ে যায় তাদের জন্য ফেগুফেনাডিন গ্রুপের ঔষধ গুলো সব থেকে ভালো।

এটা এন্টিহিস্টামিন জাতীয় একটি ঔষধ যে ওষুধটি ব্যবহার করলে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনি অনুভব করতে পারবেন না। মূলত সকলের মাঝে একটি ভুল ধারণা আছে যে আন্টি হিসামিন জাতীয় ঔষধ গুলো খেলেই ঘুম পায় এবং শরীর অনেক দুর্বল হয়ে যায় তবে এই ফেক্সোফেনাডিন 120 নামক ঔষধটি আপনি খেলে কোন ধরনের ঘুম অনুভব করবেন না এবং আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হবেন। তবে সকলে দৃষ্টি আকর্ষণ করছি কোনভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোন ওষুধ সেবন করতে পারবেন না তার কারণ হচ্ছে অ্যালার্জি রিএকশন অত্যন্ত সাংঘাতিক ব্যাপার তাই একটু মাথায় রাখবেন।

ফেনাডিন ১২০ ঔষধ এর মূল্য দাম কত

মূলত ফেনাডিন ১২০ ঔষধ বর্তমানে বাজারে রয়েছে এবং এটি হচ্ছে ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ঔষধ। আপনারা যারা এই পণ্যটি বাজার থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই তাদের মনে একটি ধারণা আসতে পারে মূলত এই পণ্যের দাম কত। মূলত এই ওষুধ এর বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি পিস ৭ টাকা। তাই আশা করছি আপনি যদি এই ওষুধটি কিনতে চান তাহলে এই তথ্য আপনাদের সাহায্য করবেন।

ঘনঘন হাচি হলে কি ওষুধ খাব

যাদের ঘনঘন হাসি হয় তাদের জন্য ভালো একটি ওষুধ গ্রুপের এই ঔষধ গুলো। আমরা উপরে ওষুধ সেবনের বিধি আপনাদের জানিয়ে দিয়েছি তাই সেই ওষুধ সেবনের বিধি অনুযায়ী আপনারা যে কোন ফিক্সডোফেনাডিন গ্রুপের ঔষধ সেবন করতে পারেন তবে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে।